ব্রিটেনে ছয় সন্তানের জনক এক বেকার দম্পতি কাউন্সিলের কাছে চার রুম বিশিষ্ট বাড়ি দাবি করেছে। বর্তমানে তারা মাত্র এক রুমের একটি ছোট ফ্লাটে বাস করছে।ম্যাগি ফিসার এবং স্বামী গ্যাভিন, কেন্ট এর মিডস্টোনে বসবাস করে। তারা দুজনেই সম্পূর্ণ বেকার। ২০০৫ সালে তাদের প্রথম সন্তান জন্মের পর আর কোন চাকুরী করেনি। তবুও তারা সরকারের কাছ থেকে বার্ষিক ভাতা বাবদ ২৭,০০০ পাউন্ড পেয়ে থাকে। যেখানে একজন ব্রিটিশ নাগরিকের গড় বার্ষিক আয় ২৬,০০০ পাউন্ড।ম্যাগি(২৬) নিজেকে ‘সুপার ফার্টাইল” দাবি করে বলেন, আমি কনডম, পিল বা বিশেষ ইনজেকশন নিয়েও সন্তান জন্ম বন্ধ করতে পারিনি। ছোট একটা রুমে এতগুলো সন্তন-সন্ততি নিয়ে বাস করা সম্ভব নয়। কাউন্সিলের কাছে বারবার আবেদন করেও তিনি বাড়ি পাননি। তিনি আরো বলেন, ছয় সন্তানের হতাশা থেকে তার স্বামী গ্যাভিন(৩০) কোন চাকুরীতে যোগদান করেনি। সন্তানদের দেখাশুনা করতে দিন শেষ হয়ে যায় তাদের।তাদের বড় ছেলে লিচিয়ান(৮), এলেক্ট্রা(৬), এবং গ্যাভিন জেএনআর(৫) সবাই এক রুমেই থাকে। এদিকে ম্যাগি ২ বছরের বাচ্চাকে নিয়ে সোফার উপর ঘুমায় এবং ৩ মাস বয়সি মার্টিনজেম্স এবং প্যারিস নিকালো মসেস বাস্কেটে ঘুমায়। আর গ্যাভিন যেখানে যায়গা পায় সেখানেই ঘুমায়।লোকাল টরী এমপি হাজ রবার্টসন তাদের দাবিগুলো লিখিত আকারে কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন বলে জানান। কিন্তু, মিডস্টোন কাউন্সিল জানায়, শুধুমাত্র জনবহুলতার ইস্যুতে একটি পরিবারকে বাড়ি বরাদ্ধ দেওয়া হবেনা।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
ইউরোপীয় অর্থনীতির উন্নতির সম্ভাবনা
ব্রিটিশ রিফুজি পাসপোর্ট ধারীদের জন্য নতুন আইন। ইউরোপের কোনো দেশে যেতে হলে ভিসা নিয়ে যেতে হবে।
অবশেষে দায়িত্বে ফিরছেন রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ ।। গ্রীস জুড়ে উচ্ছাস
স্বপ্নের গ্রিসে দুঃস্বপ্নে ৩৫ হাজার প্রবাসী
মৃত প্রবাসীদের পাসপোর্ট নিয়েও বানিজ্য করতো গ্রীসের দালাল চক্র (ভিডিও)
সুইজারল্যান্ডে মহড়া চলছে সুইচ-বাংলা থিয়েটারের নাটক বিয়ে বিড়ম্বনার