• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফেসবুকে নতুন ফিচার!!! জানতে পারবেন আপনার বন্ধু এই মুহূর্তে কোথায় আছেন। দেখুন কীভাবে জানবেন?

ByNoyan Abdul

Apr 20, 2014

এটি আমার প্রথম পোস্ট তাই যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন, যেন আমি পরে আপনাদের জন্য নতুন কোনো কিছু আনতে পারি। তাহলে কাজের কথায় আসি। ফেসবুক আমাদের সবসময় মুভি, ছবি, জীবনের বিভিন্ন ঘটনা শেয়ার করার সুযোগ করে দিছে। তারই ধারাবাহিকতায় ফেসবুক এবার নিয়ে আসল-আপনার আশেপাশের বন্ধুদের লোকেশন জানার দারুন একটা ফিচার।

নতুন ফিচারটা আসলে কেমনঃ

এই ফিচার আপনার স্মার্টফোনে পাবেন, আপনার আশেপাশে যেসব ফ্রেন্ড অবস্থান করছেন, তাদের সঠিক অবস্থান পাবেন এই ফিচারটির মাধ্যমে।                                                                                                                                      

কীভাবে ব্যবহার করবেন এবং সুবিধাঃ

আপনার ফেসবুকে মোবাইল অ্যাপের সেটিং অপশনে Turn On Nearby একটিভ করুন। তারপর থেকে আশেপাশের বন্ধুদের লোকেশন জানতে পারবেন।

তবে একটা কথা আপনি কেবল জানাতে চাইলেই আপনার বন্ধুরা আপনার লোকেশন জানতে পারবে বা আপনি জানতে পারবেন।                                                                                                                                                                   

ফেসবুক অটোমেটিকালি আপনার লোকেশন জানিয়ে দিবে আপনার বন্ধুদের বা আপনি জানতে পারবেন।

ফেসবুক আপনাকে এভাবে ম্যাসেজ দিবে যে-আপনার এই বন্ধু আপনার ২কিমি এর ভেতরে আছেন। কারণ এই ফিচার ১/২ কিমি এর বাইরে এক্সাট লোকেশন জানাতে পারবে না।

তবে আপনি যদি এক্সাট লোকেশন ম্যাপ দ্বারা সিলেক্ট করে দেন, তখন সবাই আপনার এক্সাট লোকেশন জানতে পারবে।                                                                                                                                                                                    

তবে আপনি যদি এক্সাট লোকেশন ম্যাপ দ্বারা সিলেক্ট করে দেন, তখন সবাই আপনার এক্সাট লোকেশন জানতে পারবে।

তবে মজার বিষয় হল আপনি যে যে লোকেশনে বেশির ভাগ সময় কাটান, সেই লোকেশনের ম্যাসেজ ফেসবুক কাউকে দিবে না।

Noyan Abdul

আমি এ সাইট এ নতুন এক জন লেখক...............

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *