ইতালির নগরী তরিনোতে রোমানিয়ান দেশের দুই নাগরিক মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি ব্যাংক এর এটিএম/Bancomat মেশিন চোখের পলকে ভেঙ্গে ডাকাতি করলো। অবশ্য দুজনকেই পরে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সুত্রে জানা যায় যে, ওরা দুজনেই এ বিষয়ে অনেক অভিজ্ঞ এবং ব্যাংক এর এটিএম বুথ কীভাবে কি করা হয় তার সম্পর্কে ওরা এক্সপার্ট এবং নতুন নতুন প্রযুক্তির সাথে খুব ভালো ভাবে পরিচিত। আর তাইতো মাত্র কয়েক মিনিটের মদ্ধেই এরকম একটি মেশিন মুহূর্তের মদ্ধেই ভেঙ্গে ডাকাতি করে পালাতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে গত পরশু ০২-এপ্রিল-২০১৪ রাতের বেলায়। ব্যাংক এর এটিএম/Bancomat মেশিনটি ডাকাতি করার সময় সম্পূর্ণ ঘটনাটি উক্ত ব্যাংক এর সিসি ক্যামেরাই ধরা পরেছে।আপনাদের জন্য নিচে সেই ভিডিওটি তুলে দেওয়া হল। ভিডিওটি ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন, কতো ভয়নক এরা।
[youtube qntzhglQEuY?modestbranding=1&rel=0 nolink]