• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ কনস্যুলেটের জাকজঁমক পূর্ণ স্বাধীনতা দিবস উদযাপন

Byrafiqul islam akash

Mar 29, 2014

সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ সুইজারল্যান্ডের বিখ্যাত ফাইভ স্টার হোটেল কেমপিনস্কি তে বাংলাদেশ মিশন ৪৩ তম স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজন করে। ভোর ছয়টায় গিনেজ বুকে স্থান পাবার প্রেরনায় সুইজারল্যান্ড প্রবাসী বাংগালীদের কন্ঠে বাংলাদেশ কনস্যুলেট একসঙ্গে ধ্বনিত হয় …আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি… । এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় কেমপিনস্কি হোটেলের বলরুমে আয়োজন করা হয় জাকজঁমক পূর্ণ স্বাধীনতা দিবস উদযাপন এবং নৈশভোজ। বাংলাদেশ কনস্যুলেট মাননীয় রাষ্ট্রদুত জনাব মোঃ আব্দুল হান্নান আমন্ত্রিত অতিথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ও সার্বিক তত্বাবধানে ছিলেন ফার্স্ট সেক্রেটারি নজরুল ইসলাম ও বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা বৃন্দ। আমন্ত্রিত অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে নিযুক্ত ১৯৪ টি দেশের রাষ্ট্রদুত, জেনেভার সম্মানিত মেয়র, জাতিসংঘ অফিসের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতা-নেতৃবৃন্দ। প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতা-নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রহমান খলিলুর, মোঃ মহসিন, নজরুল জমাদ্দার, মোঃ হারুন, শ্যামল খান, খান মজলিশ, মহিবুল জাবির, অরুন বড়ুয়া, মোঃ হোসেন, নেজাম উদ্দিন এবং বাংলাদেশ থেকে আগত ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সিনিয়র সাংবাদিক শাহীন রেজা নুর, এডভোকেট রবীন্দ্র ঘোষ, চলচিত্র পরিচালক সামিয়া জামান, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *