আমিনুল বাংলাদেশ থেকেঃ সুইজারল্যান্ড থেকে এক বাংলাদেশী প্রবাসী তার সুইস বন্ধুকে নিয়ে বেড়াতে আসে বাংলাদেশের রাঙ্গামাটিতে এবং প্রয়োজনীয় পরিচিতিমূলক ডকুমেন্ট না থাকায় পুলিশ তাদেরকে পুলিশ হেফাজতে নেয় সেই সাথে ডকুমেন্ট সংগ্রহ করতে বলে। সুইস নাগরিকটি আমাদের দেশের রাস্তা-ঘাটে ময়লা আবর্জনা দেখে একটি ব্যতিক্রমধর্মী উদ্যেগ নেয়। সে অনেকগুলো বালতি কিনে এবং এগুলো রাস্থার বিভিন্ন মোড়ে রেখে লোকজনকে উৎসাহীত করে বালতিতে ময়লা ফেলতে। পুলিশের থানা চত্বরের ভিতরে সে নিজে নিজে ময়লা কুড়োতে থাকে এবং অন্যদেরকে বলে তার সাথে আসার জন্য। আমি তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার প্রবাসী বাংদেশীকে বললাম ” আমাকে উনার কয়েকটা ছবি দিয়ে যান আমি উনার এই প্রচেষ্টাকে আরো সামনে নিয়ে যেতে চাই” । পরবর্তীতে বাংলাদেশীটি সুইস লোকটিকে উল্টো বুঝালো যে আমি তার কাছে টাকা চাইবো। যা আমার কাছে খুব খারাপ লাগলো। একজন বাংলাদেশীর মন এতো ছোট হতে পারে? বাঙালী লোকটির বাড়ী নোয়াখালী জেলায়। তার নাম মফিজুল ইসলাম মন্নু। সে বাংলাদেশে ০০৮৮০১৬৮১৪৭৬৪৭১ নাম্বারটি ব্যবহার করছে। সুইস লোকটি ২০ মে তার দেশে চলে যাবে। বর্তমানে রাঙ্গামাটি কোতয়ালী থানায় অবস্থান করছে। আসলে আমার লেখাটি এখানে প্রকাশ করা এবং সুইজারল্যান্ড থেকে ঘুরতে আসা বাঙ্গালী ভাইটির নাম্বার দেওয়ার একটি মাত্র কারন। যে, আমি তাকে বুঝাতে ব্যের্থ হয়েছি কিন্তু আপনাদের মধ্যে কেউ যদি বিষয়টিকে ভালো করে দেখেন এবং আপনারা কোন পদক্ষেপ নিতে পারেন তাহলেও আমার অনেক ভালো লাগবে। কেননা ও বিদেশী হয়ে আমাদের দেশের জন্য যা করলো তার জন্য এবং এরকম একটি পদক্ষেপ নেওয়ার জন্য হলেও তাকে এই বিষয়টি নিয়ে সাদুবাদ জানানো আমাদের প্রত্যেকটি বাংলাদেশির নৈতিক কর্তব্য।
সুইজারল্যান্ড থেকে এক বাংলাদেশী প্রবাসী তার সুইস বন্ধুকে নিয়ে বেড়াতে আসে… তারপর????
একজন ইতালিয়ান ডাক্তার।যার দায়িত্ব বোধ, সাহসিকতা দেখে অবাক হলাম?
ইতালিয়ান পাসপোর্ট পাওয়ার আনন্দ।
ইতালির ভেনিস প্রবাসী- ভ্রুণহত্যা মানবহত্যার সমতুল্য, জঘন্য কদর্য পাপ
জার্মানি কি এতই ফালতু একটা দেশ? লিখেছেনঃ সাব্বির আহম্মেদ,জার্মান থেকে।
সংযুক্ত আরব আমিরাতে আসতে চান ? সাবধান ! একবার হলেও পড়ুন।
ইতালিতে আমার সাথে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা আশা করি আপনাদের ভালো লাগবে।