• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফেসবুকের ১০ বছরপূর্তি উপলক্ষে ইতালির বিগত সরকার বেরলুসকনির ভিডিওটি দেখুন সাথে থাকছে ইতালিয়ানরা ফেসবুক সম্পর্কে কতোটুকু জানে? হাসতে হাসতে শেষ!!

ByLesar

Feb 5, 2014

বন্ধুরা আপনাদের জন্য অনেক মজার কিছু ভিডিও নিয়ে হাজির হলাম। তবে এই ভিডিও গুলো দেখে পরিপূর্ণ মজা পেতে আপনাকে মোটামুটি ইতালিয়ান ভাষা বুঝার ক্ষমতা রাখতে হবে, অন্যথায় আপনি এই ভিডিও গুলো দেখে কোন মজাই পাবেন না। বর্তমানের সবচাইতে জনপ্রিয় যোগাযোগের মাধ্যম সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকের ১০ বছর পূর্তি উপলক্ষে এখানে ইতালির বিগত সরকার বেরলুসকনির উপর জনগনের ক্ষোভ তুলে ধরা নিয়ে বিপরীত পক্ষের কিছু দুষ্ট ছেলেরা মিলে এই ভিডিওটি বানিয়েছে। যা দেখে আপনার হাসি কোন ভাবেই ধরে রাখতে পারবেন না। তাহলে আর কথা না বলে ভিডিওটি দেখুনঃ

এবং এখানেও ফেসবুকের ১০ বছর পূর্তি উপলক্ষে ইতালিয়ান একটি টিভি চ্যানেল ইতালির নগরী নাপলি এবং ফিরেন্স বাসীর উপর একটি জরিপ চালায় যে, ওরা ফেসবুক সম্পর্কে কতটুকু জ্ঞান রাখে বা জানে? যারা মোটামুটি ইতালিয়ান ভাষা বুঝেন তারা কোন ভাবেই তাদের হাসি ধরে রাখতে পারবেন না? ভিডিওটি দেখার পর!! তাহলে আসুন ভিডিওটি দেখিঃ

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *