কথাটি আসছে একজন শিশুর বাবা মা’র অন্তর স্থল থেকে। কারন শিশু samir এর জন্মের এক মাস পরেই হৃৎপিণ্ডের ছিদ্র ধরা পরে কন্ট্রোলে।এমনি সময় এই হতাশার সময়ে আল্লাহর রহমতে সান্তনার অস্ত্র হয়ে এগিয়ে এলেন হৃৎপিণ্ডের এই ডাক্তার যার নাম Pedron Cristina.Bolzano হসপিটালে Brixen থেকে আসা স্বনামধন্য একজন ডাক্তার খুব সুনামের সাথে এই পেশায় বহু বছর যাবত।
অভিভূত হলাম সত্যি তার organigation দেখে,সাথে মায়া মমতাও কম নয়!শিশুটির operation করতে হবে।বোলজানো থেকে সিদ্ধান্ত হল Padova Hospitale নেওয়ার।১৫ দিন থাকতে হবে সেখানে,বিকল্প কোন উপায় নেই অপারেশন ছাড়া কারন প্রায় তিন মাস Hospital এর তত্তাবধানে চিকিৎসাধীন ছিল শিশু সামির।বুকে কষ্ট বেঁধে দিন পার করতে হয় মা,বাবা’র।অস্থিরতা যেন সময়ের সাথী,কেননা সবারই প্রবাসে কাজ করে ঘরে ফিরার পর অস্থি মজ্জিরা যেন দুরবলতায় ভেঙ্গে পরে।
এখন আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক টা ভাল।গত মাসে Dr Cripaz কন্ট্রোল করে দেখেছেন হৃৎপিণ্ডের ছিদ্র এখন আর নেই।সবার দোয়া আমাদের কাম্য ছাড়াও কৃতজ্ঞতাও অনেক।তাই আল্লাহ পাকের কাছে এটাই কামনা করব আমাদের বাংলা দেশে প্রতিটা স্বাস্থ্য সেবায় CREPAZ,PEDRON CRISTINA’র মত ডাক্তার থাকুক।
—————————————————————————————————————
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]