বিজ্ঞাপন শব্দটি উচ্চারিত হলেই শঙ্খ ঘোষের একটি বিখ্যাত কবিতার কথা আমার মনে পড়ে যায়, “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে”।
সে যাই হোক, অফারের পর বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, পেন ড্রাইভে শিক্ষা সহায়ক উপকরণও থাকছে।
সেদিন টেলিভিশনে একটি ম্যাগাজিনে অনুষ্ঠানে দেখলাম। মাছ বিক্রেতা তার মাছের সঙ্গে ফ্রির অফার হিসাবে দিয়েছেন ছাই।
আমি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন দেখে যারপরনাই অণুপ্রাণিত। একটি ডেস্কটপ কম্পিউটারটি বিক্রি করবো। এবং কম্পিউটারটি ক্রয় করলে তার সঙ্গে পাবেন ধবধবে শুভ্র একটি নেকড়া (তেনা)।তেনাটি ১০০% সুতির।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]