বেশির ভাগ এন্ড্রয়েট মোবাইলেই বাংলা সাপোর্ট করে। তবে কিছু কিছু সেট আছে যেগুলোকে বাংলা সাপোর্ট করে না। এর মধ্যে স্যামসাং অন্যতম। যাই হোক, বকবক করে লাভ নাই। যাদের এন্ড্রয়েট মোবাইলে বাংলা সাপোর্ট করে না, তারা ১ মিনিটেই তাদের এই সমস্যার সমাধান করে নিন। খুবই সহজ একটা বিষয়….স্যামস্যাং ছাড়া অন্যান্য মোবাইলে খুবই সহজ। শুধু ফাইলটা ডাউনলোড করে ইন্সটল করলেই হয়। কিন্তু স্যামস্যাং এ আপনার ম্যানুয়ারী একটু কাজ করতে হবে। বেশি না, শুধু মাত্র নিচের কাজটুকুই।
- প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে আপনার এন্ড্রয়েট ফোনে ইন্সটল করুন।
- এবার Settings —> Display —> Font style এ যান এবং সিলেক্ট করুন BanglaFont এবং OK করুন।
- এবার মোবাইলটা রিস্টার্ট করুন।
- ব্যস কাজ শেষ।
ডাউনলোড লিংকঃ APK ফাইল টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]