খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী স্মার্ট ফোন অ্যাপ্লিকেশান Whatsapp এ যুক্ত হতে যাচ্ছে ফ্রী ফোন কল করার সুবিধা। এতদিন Viber দিয়ে অনলাইনের মাধ্যমে বিশ্বে ফ্রী মেসেজ ও ফোন কল করা গেলেও এর আগে বের হওয়া Whatsapp দিয়ে কল করার ব্যবস্থা ছিলোনা। তবে Whatsapp দিনে দিনে জনপ্রিয়তা পাওয়ার কারনে গত মঙ্গলবার ফেসবুক এর প্রতিষ্ঠাতা ১৯ বিলিয়ন ডলার এর বিনিময়ে কিনে নেয় এই Whatsapp অ্যাপ্লিকেশান টিকে। যার বর্তমান গ্রাহক সংখ্যা ৪০০ মিলিয়ন। Whatsapp অ্যাপ্লিকেশান এর জন্মদাতা Jan Koum বলেন গত ৫ বছর আগে এটি তৈরি করা হয় এবং তখন এর তেমন কোন গ্রাহক ছিল না এবং সে এটি নিয়ে কোন প্রকার প্রচারনার কাজ করেনি কিন্তু তবুও এটি খুব দ্রুত মানুষের মুখে মুখে সবার কাছে ছরিয়ে গেছে। আর এর এত জনপ্রিয়তা দেখে ফেসবুক এটি ক্রয় করে নিতে বাধ্য হয়। এবং ফেসবুকের পক্ষ থেকে বলা হয় এটির মাধ্যমে তাদের গ্রাহকদের আরো উন্নত মানের সেবা প্রদানের জন্যই এতে সংযুক্ত হতে যাচ্ছে কল করার সুবিধা। তবে এতে এর ব্যবহারকারীরা কোন রকম ক্ষতির কবলে পরবেনা বলেও জানানো হয়।
Whatsapp এ সংযুক্ত হতে যাচ্ছে ভয়েস কল করার সিস্টেম

ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখার জন্য অন্যতম আইফোন অ্যাপস
PC থেকে যেকোনো গানকে রিংটোন বানিয়ে আইফোনে নিয়ে নিন খুব সহজেঃ
Android ডিভাইসের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিকভার অথবা বাইপাস করবেন
আইফোনের সফটওয়্যার রিস্টোর বা আপডেট করতে হলে যা যা করতে হবে।
অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি কোড
মোবাইল কেনার আগে অনলাইনেই জেনে নিন মোবাইল টি আসল নাকি নকল/কপি!