• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

অনলাইনে যে ২৫টি পাসওয়ার্ড কখনোই ব্যবহার করবেন না?

Byexperience

Jan 22, 2014

শক্ত পাসওয়ার্ড ব্যবহার করার ব্যপারে ব্যবহারকারীদের প্রতিনয়ত উৎসাহিত করা হলেও অবস্থার কোন উন্নতি হয়নি। অনেকেই এখনো তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ইমেইলসহ বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করে যাচ্ছেন সহজে অনুমানযোগ্য দূর্বল পাসওয়ার্ড। একারনে প্রায়ই অনেকে হ্যাকারদের হাতে হারাচ্ছেন তাদের প্রোফাইল।প্রতি বছরের মত এবারো SplashData সবচেয়ে দূর্বল পাসওয়ার্ডগুলোর তালিকা প্রকাশ করলো। এতে দেখা গেছে ২০১৩ সালের সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড ছিল ‘১২৩৪৫৬’ এর আগের বছরে শীর্ষস্থানে থাকা পাসওয়ার্ড ‘password’ এবার চলে এসেছে ২য় অবস্থানে। ২৫টি পাসওয়ার্ড বিশ্লেষন করে দেখা যায় সবচেয়ে সহজে অনুমানযোগ্য পাসওয়ার্ডগুলোই তালিকার শীর্ষে রয়েছে।তালিকাতে নতুন যুক্ত হওয়া পাসওয়ার্ড রয়েছে ১০টি, বেশ কয়েকটি পাসওয়ার্ড চলে গেছে শেষের দিকে এবং কয়েকটি চলে এসেছে শুরুর দিকে। তবে নতুন পাসওয়ার্ড লিস্টে স্থান পাওয়া বা অবস্থানের পরিবর্তন হলেও সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে অসংখ্য মানুষ এখনো এরকম ভয়াবহ পাসওয়ার্ড ব্যবহার করেন যা মোটেও কাম্য নয়। কাজেই যারা উপরের ঐ ২৫টি পাসওয়ার্ড তাদের ফেসবুক,ইমেইল,ওয়েবসাইট বা অন্য যেখানেই ব্যবহার করবেন তাদের ফেসবুক প্রোফাইল বা ইমেইল হ্যাক হয়ে যাবে খুব সহজেই।তাই আমিওপারি পাঠকদের বলছি কখনোই হেলামি করে এই জাতীও পাসওয়ার্ড ব্যবহার করবেন না। পাসওয়ার্ড সবসময় কঠিন কিছু দেওয়ার চেষ্টা করুন। তাহলে কেউ আর আপনার মূল্যবান ও পার্সোনাল তথ্য জেনে আপনার সর্বনাশ করতে পারবে না।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *