• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ভিসা প্রসেসিং সিস্টেম-নিউজিল্যান্ড

Byashik901

Jan 9, 2014

নিউজিল্যান্ড এ ভিসা প্রসেসিং সিস্টেম- অফার লেটার পাওয়ার পর ছাত্রছাত্রিদের সকল ফিনান্সিয়াল কাগজপত্রসহ নিউজিল্যান্ড হাইকমিশন এর অথরাইজড ভেরিফিকেশন অফিস বিএনজেডইফ নামক একটি প্রতিষ্টান এ তাদের ফি সহ জমা দিতে হবে । তারা কাগজগুলো সরাসরি গিয়ে যাচাই করবে এবং নির্ধারিত এক মাস পনের দিন পর ফলাফল দিয়ে থাকে, যদি ফলাফল পজিটিভ হয় তাহলে ভিসা আবেদনপত্র নির্ধারিত ফি সহ সকল কাগজ পত্র নিউজিল্যান্ড হাইকমিশন (দিল্লি) এ পাঠাতে হবে; হাইকমিশন কাগজপত্র রিসিভ করার পর একজন সিনিয়র আফিসার ফাইল বন্টন করে ভিসা আফিসার দের কাছে এবং এজেন্ট অথবা ছাত্রছাত্রিদের ভিসা অফিসার এর নাম সহ ইমেইলে ইনফরমেশন দিয়ে থাকে।যদি ছাত্র/ছাত্রির প্রোফাইল পজিটিভ হয় তাহলে নূন্যতম ১৫ দিন পর ভিসা কনফারমেশন ইমেইল এ জানিয়ে দেয় আর যদি প্রোফাইল পজিটিভ না হয় তাহলে একটি টেলিফোন ইন্টারভীউ হয় (৩০-৬০ মিনিট) আর এ ধরনের কেস এ ভিসা ডিসিশন পাওয়ার জন্য মিনিমাম ১.৫-৩ মাস সময় লাগতে পারে । ভিসা ডিসিশন যদি পজিটিভ হয় তাহলে এক বছরের টিউশন ফি ব্যাংকের মাধ্যমে এডুকেশন প্রোভাইডার কে পাঠিয়ে দিতে হবে আর আসল পাসপোট সহকারে মানি রিসিপ্ট পাঠাতে হবে হাইকমিশন এ এবং খুব তারাতারি হাইকমিশন ভিসা ষ্টাম্পিং করে ডাকযোগে নির্ধারিত ঠিকানায় পাসপোর্ট পাঠিয়ে দিয়ে থাকে।
কিছু প্রতিষ্টান ভুল তথ্য দিয়ে থাকে এবং একারনে অনেক শিক্ষার্থী বিপদে পরছেন , এর সম্পরকে আরো বিস্তারিত তত্থের জন্য দয়া করে ভিজিট করুন এই ওয়েবসাইটটি এখানে ক্লিক করুন। 

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *