• Sun. Dec ১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

এখন থেকে কানাডা ভিসা দিতে আঙুলের ছাপ নেবে

ByLesar

Jan 9, 2014

ভিসা আবেদনকারী বাংলাদেশিদের আঙুলের ছাপ ও ডিজিটাল ছবি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কানাডা কর্তৃপক্ষ।বৃহস্পতিবার ঢাকায় কানাডীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ ডিসেম্বর থেকে ভ্রমণ ভিসা, শিক্ষার্থী ভিসা ও শ্রমিক ভিসার ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে।কানাডা ছাড়াও বিশ্বের আরো কয়েকটি দেশে ভিসা আবেদনের ক্ষেত্রে ‘নিরাপত্তামূলক’ এই পদ্ধতি ইতোমধ্যে চালু করা হয়েছে।
তবে ১৪ বছরের নিচে বা ৭৯ বছরের বেশ বয়সী এবং রাষ্ট্রীয় কাজে ভ্রমণের জন্য কূটনীতিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না বলে কানাডা দূতাবাস জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়, নতুন এই পদ্ধতিটি চালু হলে তথ্য সংরক্ষণের মাধ্যমে ভিসা জালিয়াতি ও চুরি রোধ করে প্রকৃত ভ্রমণেচ্ছুদের ‘নিরাপত্তা’ নিশ্চিত করা সহজ হবে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং জাপান ইতোমধ্যে একই ব্যবস্থা চালু করেছে বলে দূতাবাসের বিজ্ঞাতিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছবি তুলতে এবং আঙুলের ছাপ দিতে আবেদনকারীদেরকে ভিসা আবেদন কেন্দ্রে (ভিএসি) যেতে হবে৷ আঙুলের ছাপ ও ছবির জন্য ফি হিসাবে দিতে হবে ৮৫ কানাডীয় ডলার, যার মধ্যে আবেদন সংক্রান্ত অন্যান্য ফিও অন্তর্ভুক্ত থাকবে।তবে একই পরিবারের একাধিক সদস্য একই সঙ্গে ভ্রমণ ভিসার আবেদন করলে তাদের ১৭০ কানাডীয় ডলারের বেশি দিতে হবে না।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

২ thoughts on “এখন থেকে কানাডা ভিসা দিতে আঙুলের ছাপ নেবে”
  1. Assalamualicum bai..prothom e thnx janai amiopari er moto amader italy probasir jonno balo uddog neoyar jonno…but news onek compai ami apnader kas thaka aro basi news asa kori……

    1. dear mujahid hossain opu apnake onek dhonnobad amra apnader jonno cesta kore jacchi tob asa kore ektu somoy lagbe… jehetu amra notun tai apnader aro kichu somoy wait korte hobe… tahole aksomoy onek news paben..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *