• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি ও ইউরোপে অবৈধ অভিবাসীরা চাইলে ইতালিতে বৈধ হতে পারেন?কিন্তু কিভাবে বিস্তারিত পড়ুন!!

ByLesar

Jun 5, 2017
ইতালি ও ইউরোপে অবৈধ অভিবাসীরা চাইলে ইতালিতে বৈধ হতে পারেন

প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। বরাবরের মতো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো যা এই প্রবাস জীবনে হয়তো অনেকের জীবন পরিবর্তন করে দিতে সাহায্য করবে।বন্ধুরা উপরে লেখার টাইটেল দেখেই হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে আমাদের আজকের বিষয় কি হতে পারে? তবে আমরা মূল প্রসঙ্গে যাবার আগে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে, আমরা জানি ইতালিতে প্রায় কয়েক বছর পরপর সরকারী ভাবে অবৈধদের বৈধ করার আইন পাশ করা হয়ে থাকে, তবে আমাদের এই লেখা কিন্তু সরকারী ভাবে এরকম কোন আইন পাশ করা হয়েছে বা হবে এরকম কোন বিষয়ের উপর না। অনেকের আশা ছিল যে এবছর হয়তো ইতালিয়ান সরকার ইতালিতে অবৈধ দের বৈধ করার আইনটি পাশ করতে পারে। কিন্তু আমরা অতি দুঃখের সাথে বলছি যে এবছর সরকার থেকে এরকম কোন আইন বা গেজেট পাশ করা হয় নাই।

তবে দুঃখের হলেও এর সাথে কিছু আনন্দের বিষয়ও রয়েছে, যেমন ইতালিতে সরকারী ভাবে এরকম কোন আইন পাশ করা না হলেও অন্যান্য কিছু মাধ্যমে কিন্তু অবৈধরা ইতালিতে বৈধ হতে পারেন? কিন্তু কিভাবে? হাঁ বন্ধুরা আজ আমরা এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

সবার প্রথম আমাদের একটি বিষয় খুব ভালো করে জানতে হবে, যে সমগ্র ইতালি জুড়ে হাজারো এলাকা বা প্রভিঞ্চি রয়েছে, যেখানে এক এক এলাকার নিয়ম কানূন এক এক এলাকা থেকে সম্পূর্ণ ভিন্ন, আর এই বিষয়ে যারা ইতালিতে দীর্ঘ বছর ধরে রয়েছেন এবং ইতালির বিভিন্ন এলাকায় ঘুরেছেন তারা খুব ভালো করে বলতে পারবেন। যেমন মনে করুণ ইতালির রোমের আইন কানূন ইতালির মিলান থেকে সম্পূর্ণ ভিন্ন, আমাদের এত দূরে যাওয়ার দরকার নেই, আরও ভালো করে বুঝানোর জন্য বলতে পারি, যেমন ধরুন ইতালির রোমেই বিভিন্ন এলাকা ভাগ করে ২০ টার মতো কমুনে রয়েছে, আর মজার বিষয় হল এই সব গুলো কমুনে একি প্রভিঞ্চির মধ্যে হয়েও এদের কাজ করার নিময় নীতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন, ধরুন আপনার রেসিডেন্স কার্ড করাবেন? কিন্তু এই কাজটি করাতে আপনাকে এক এক কমুনেতে এক ধরণের নিয়ম কানন মেনে চলতে হবে, কোথাও অনেক সহজ আবার কোথাও অনেক কঠিন আইন। যাই হোক এই হচ্ছে ইতালির ইতালিয়ান দের অবস্থা।

এবার আসুন মূল প্রসঙ্গেঃ আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে ইতালিতে অনেক আশ্রয় কেন্দ্র রয়েছে, যেটাকে ইতালিয়ান ভাষায় বলে (Centri di Accoglienza) অনেকের কাছে আবার ক্যাম্প, লাগার অথবা আশ্রয় কেন্দ্র হিসেবে পরিচিত। তো কমুনের মতোও সমগ্র ইতালি জুড়ে এরকম হাজারো “চেন্ত্র দি আকোলিয়েন্সা” রয়েছে যারা অবৈধদের বৈধ হতে সাহায্য করে, যেখানে অনেক অবৈধরা এসকল আশ্রয় কেন্দ্রের মাধ্যমে রাজনৈতিক আশ্রয় নেওয়া থেকে শুরু করে, ১৮ বছরের নিচে তথা নাবালক হলে সেই আইনের আওতায় যে কাগজ রয়েছে সেটি পাওয়া এবং এর বাইরেও রয়েছে (human right) মানবাধিকার এর আওতায় এক ধরণের কাগজ রয়েছে সেগুলো পেতে পারেন, যা দিয়ে এক সময় আপনি ইতালিতে সাধারণ জীবন যাপন করা থেকে দেশ বিদেশ ঘুরে বেরাতে পারবেন বৈধ ভাবে। তবে এখানে সবচাইতে বড় সমস্যা হল, ইতালিতে এরকম হাজার হাজার আশ্রয় কেন্দ্রের মধ্যে আপনি কিভাবে এদের মধ্যে ভালো ভালো আশ্রয় কেন্দ্র গুলো খুঁজে পাবেন? যার মাধ্যমে আপনি নিশ্চিত ও খুব সহজে আপনার ইতালির কাগজটি করিয়ে নিতে পারবেন?

হাঁ বন্ধুরা আমিওপারি টিম আপনাদের সেই সকল ভালো ভালো আশ্রয় কেন্দ্র গুলো খুঁজে পেতে এবং সর্বোপরি ওদের মাধ্যমে ইতালিতে আপনার বৈধ হওয়ায় স্বপ্ন পূরণ হতে সাহায্য করবে, তবে হাঁ আমরা জানি কিছু বাঙ্গালী রয়েছে, যারা সব সময় ভালো কিছু পেলেই এর বারোটা না বাজানো পর্যন্ত শান্ত হয় না, এবং এরা এমন কিছু কার্যকলাপ করে বসে যার মাধ্যমে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার সাথে সাথে, ওর এই সকল কর্ম কাণ্ডের জন্য, আরও হাজার হাজার অভিবাসীর জন্য বৈধ হওয়ার যে পথ খানি খোলা রয়েছে, সেটাও বন্ধ করিয়ে ছারে।

তাই যারা এই পন্থায় ইতালিতে বৈধ হতে চান তাদের কে অবশ্যই আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করতে হবে, এবং আমিওপারি টিম সেই ব্যক্তির সাক্ষাত্কার নেওয়ার মাধ্যমে তারে বিভিন্ন ভাবে বাজিয়ে দেখার পরেই সেই সব যায়গায় যেতে এবং কাগজ পেতে সাহায্য করবে। যাতে করে আপনার মতো আরও হাজারো অবৈধ অভিবাসীরা ইতালির কাগজ পেতে পারে এবং সর্বোপরি আমাদের দেশের ভাবমূর্তি কোনভাবেই ওদের কাছে নষ্ট না হয়।
আর এর জন্য আপনাদের আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করতে হবে। উল্লেখ্য যারা ইতালির বাইরে রয়েছেন তারা আমিওপারি টিম এর সাথে প্রথমে যোগাযোগ করে আপনার সকল বিষয় চূড়ান্ত করার পরেই ইতালি পারি দিবেন। ইতালির বাইরে সকল অবৈধ অভিবাসীর কাছে বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে যে, কেউ এই লেখা পড়ার সাথে সাথে ইতালিতে কাগজ হয়ে যাবে এরকম কোন চিন্তা ভাবনা মাথায় এনে ইতালি পারি জমাবেন না। আপনারা আমিওপারি টিম এর সাথে আলাপ আলোচনা করার পর যদি আমরা আপনাকে বলি যে আপনি এখন আসতে পারেন? তাহলেই আপনি আসবেন। ধন্যবাদ।

আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (WIND)মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WIND)  ইমেইলঃ  info@amiopari.com

ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.

উল্লেখ্য আমিওপারিতে পূর্বে প্রকাশিত ইউরোপ ও ইতালি নিয়ে অনেক প্রয়োজনীয় কিছু লেখার লিঙ্ক এখানে তুলে ধরা হল যা আপনাদের কাজে আসতে পারে।

* মে ২০১৭ থেকে বাংলাদেশীদের জন্য ইতালির “তিরিচিনো” ত্রেইনিং ভিসা পুনরায় চালু। এখানে ক্লিক করে বিস্তারিত পড়ুন।

* সেঞ্জেন ভুক্ত ইউরোপের যেকোনো দেশের পাসপোর্ট,রেসিডেন্স কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টস গুলো চিনে রাখুন। আজকের বিষয় Austria এখানে ক্লিক করুন।

*ঢাকাস্থ ইতালি দূতাবাসের হয়রানী থেকে বাঁচতে প্রবাসীরা দেশে গিয়ে কি কি করতে পারেন?সবাই পুড়ুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান। এখানে ক্লিক করে পড়ুন।

* ইতালিতে কিভাবে দ্রুত ট্যুরিস্ট ভিসার মাধ্যমে পরিবার নিয়ে আসবেন? কি কি লাগবে? এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।

* ইতালির ট্যুরিস্ট ভিসা পাওয়ার কিছু চমৎকার তথ্য,কেন আমি ভিসা পাইনা? তার সমাধান? এখানে ক্লিক করে জেনে নিন।

* ইতালির Permesso di Soggiorno অভিবাসীদের জয় সরকারের পরাজয়। কোর্টের রায়ে সরকারের হার। বিস্তারিত এখানে ক্লিক করুন। 

* এখন থেকে ইতালির ফ্যামিলি ভিসার আবেদনে কাজির আইডেণ্টিটি কার্ড জমাদান আবশ্যক। এখানে ক্লিক করে বিস্তারিত পড়ুন।

* ইতালিতে কাজ ছাড়াও Permesso di Soggiorno তথা রেসিডেন্স পারমিট নবায়নের উপর দারুন এক সুখবর। এখানে ক্লিক করে পড়ুন।

* সতর্ক বার্তা ইতালি ফ্যামিলি ভিসায় ব্যাপক পরিবর্তন? সামান্য ভুলেও হতে পারে জেল-জরিমানা।নিজ স্বার্থেই লেখাটি ভালো করে পড়ুন।এখানে ক্লিক করে।

* ডয়েচ ব্যাংকে ব্লক একাউন্ট খোলা, ডকুমেন্ট পাঠানোর নিয়মাবলী এবং এম্ব্যাসির সহযোগীতা। আপডেটঃ ২৭ আগস্ট, ২০১৬ (লিখাতি পড়তে এখানে ক্লিক করুন)

* কিভাবে ইতালির টুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন? কি কি লাগবে ইত্যাদি বিষয় জানতে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।

*ইতালিতে ট্যুরিস্ট ভিসায় এসে ফেরত না গেলে কি হবে?পুলিশ ধরলে কি হবে?ট্যুরিস্ট ভিসা নিয়ে যত প্রশ্ন ও তার উত্তর। এখানে ক্লিক করে জেনে নিন।

*ইতালিয়ান কাগজ ধারীরা কিভাবে ইংল্যান্ডের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন? কি কি কাগজ পত্র লাগবে? জেনে নিন বিস্তারিত।

* ইতালিয়ান পাসপোর্ট দ্রুত পাবো কিভাবে?ও ইতালিয়ান নাগরিকত্ব পেতে সে সংক্রান্ত কিছু বিষয় না জানলেই নয়। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।

*ইতালিয়ান পাসপোর্টের আবেদন করবো? কোন বিষয় গুলো অবশ্যই উল্লেখ করতে হবে? এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।

*ইউরোপের বা ইতালির পাসপোর্ট নেওয়ার সময় দ্বৈত নাগরিকত্ব রাখার সুবিধা অসুবিধা গুলো জেনে রাখুন?  বিস্তারিত এখানে। 

*ইতালির বাস/ট্রামে/মেট্রোর বাৎসরিক টিকেট কিভাবে ২৫০ ইউরোর পরিবর্তে ১২৫ ইউরোতে করাবেন।বিস্তারিত জেনে নিন।

*ইতালির ফ্যামিলি ভিসার জন্য প্রেফেত্তুরাতে কাগজপত্র জমা দেওয়ার ৬০ দিন পরেও চিঠি না আসলে? কি করার? বিস্তারিত এখানে। 

*নতুন ধারায় দেশে ফ্যামিলি ভিসা নিয়ে ইতালিয়ান দূতাবাসের হয়রানী।এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।

*হাজারো অবৈধ ইমিগ্রান্টদের জন্য পর্তুগালের দরজা বন্ধ।Immigration News Update about Portugal এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।

*ইতালিস্থ রোমের বাংলাদেশ দূতাবাসের জরুরী বিজ্ঞপ্তি, অনলাইন এপয়েন্টমেন্ট ব্যতীত কোন প্রকার কাজ সম্পাদন করা হবে না? বিস্তারিত এখানে।

*শুরু হয়ে গেলো ইতালিতে ব্যবসায়ীদের বাৎসরিক আয়/ব্যয়ের তথা রেদ্দিতি (UNICO) ঘোষণা দেওয়ার সময়।এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।

*ইতালি ও ইউরোপে অবৈধ অভিবাসীরা চাইলে ইতালিতে বৈধ হতে পারেন?কিন্তু কিভাবে বিস্তারিত পড়ুন! এখানে ক্লিক করে।

*ইতালিতে রোড এক্সিডেন্ট হলে কিভাবে ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ পাবো? জেনে নিন বিস্তারিত।এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।

*ইতালিতে নির্যাতিত নারীরা কিভাবে তাদের অধিকার,হক আদায় করবেন?কোথায় যাবেন?কি করবেন? পার্ট – ১ এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।

*ইতালিতে ফ্যামিলি ভিসার ফি ১২৫০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকার মতো ধার্য করা হয়েছে। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।

*সেঞ্জেন ভুক্ত ইউরোপের যেকোনো দেশের পাসপোর্ট,রেসিডেন্স কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টস গুলো চিনে রাখুন।এখানে ক্লিক করে।

* বন্ধ হল ইতালির স্টুডেন্ট ভিসায় আসার পথ। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।

* ইউরোপে প্রবেশ নিষেধাজ্ঞা অথবা এণ্ট্রি ব্যান কি? কি কি কারনে আপনাকে ব্যান করতে পারে? এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।

* অবশেষে এপয়েন্টমেন্ট ছাড়াই ইতালির ভিসা আবেদন কেন্দ্র ভিএফএস গ্লোবালে ভিসার আবেদন জমা নিচ্ছে। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।

* ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনের ক্ষেত্রে পুরাতন সিস্টেম পরিবর্তন করে সম্পূর্ণ নতুন সিস্টেম চালু করা হয়েছে। এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন।

যারা ইউরোপের বিভিন্ন বিষয় নিয়ে সমস্যায় ভুগছেন অথবা ইতালিতে ফ্যামিলি ভিসা নিয়ে নানা ধরণের সমস্যায় ভুগছেন? অথবা দেশে জমা দিয়ে ভিসা পাচ্ছেন না? বা ফ্যামিলি ভিসা থেকে শুরু করে ইতালি ও ইউরোপের যেকোনো ধরণের ভিসা সংক্রান্ত বিষয়ে আইনি সহায়তার জন্য সরাসরি আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (WIND)মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WIND)  মোবাইলঃ +৩৯ ৩৪২৭৯৭৩২৮০ (WIND)  মোবাইলঃ +৩৯ ৩২৭২০৭৮৯০৮ (WIND)  ইমেইলঃ  info@amiopari.com

ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.

আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

৫ thoughts on “ইতালি ও ইউরোপে অবৈধ অভিবাসীরা চাইলে ইতালিতে বৈধ হতে পারেন?কিন্তু কিভাবে বিস্তারিত পড়ুন!!”
  1. Bai Ami 6 mas er oi rokom AKTA kagoj paisi
    Poro bortite ki oi kagoj ( Normal sujorno) hobe ?
    Kj korar parmeson asa amar bortoman kagoj a
    Please amake ki korle normal sujorno hobe bolben
    Ami napole te taki

  2. Hi brother, I am Bangladeshi live in morocco, work IFFER (wild life). Morocco Qatari center. I need work permit paper Italy,can you halp me.

    1. italy te ki businesses visay jaoa jay..? Bangladesh theke ki visa dey..nd ki ki document lage..???
      please janaben..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version