• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফেসবুকের লগ ইন স্ক্রিন এ দিন নিজের ছবি !

ByMilu

Nov 3, 2012

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ সাইট গুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ফেসবুককে ঘিরে তাই গড়ে উঠেছে নিত্য নতুন সব স্টাইল। নতুন নতুন সব সুবিধা। গুগল ক্রোম ব্রাউজারের ই রয়েছে তেমন বেশ কিছু এক্সটেনশান ফেসবুক কে ঘিরে। তেমন একটি এক্সটেনশান হচ্ছে রিফ্রেশ ফেসবুক যা দিয়ে আপনি ফেসবুক এর চিরপরিচিত লগ ইন স্ক্রিন টি পরিবর্তন করে নিজের ছবি যুক্ত করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে করবেনঃ

তবে যারা Google Chrome ব্যাবহার করেন তাদের জন্য, জানা Internet explorer বা অন্য Browser ব্যাবহার করেন তাদের জন্য না।

প্রথমে  এই খানে গিয়ে ফেসবুক রিফ্রেশ নামক একটি এক্সটেনশান দেখতে পাবেন ।নিচের  ছবিতে দেখুন

উপরের ছবিতে দেখানো  ‘ADD TO CHROME’ বাটন টিতে ক্লিক করে এটি ডাউনলোড করে নিন। একি সাথে এটি নিজ থেকেই ইন্সটল হয়ে যাবে তাই আপনাকে কিছু করতে হবে না। এবার ফেসবুকে লগ ইন থাকলে লগ আউট করে নিন বা ফেসবুকে যান । নিচের মত একটি লগ ইন স্ক্রিন দেখতে পাবেন।

এখন ছবিতে দেখানো পাসওয়ার্ড এর উপরের সেটিংস বাটন টিরে ক্লিক করুন। তারপর প্রাপ্ত উইন্ডোতে একটি বক্স পাবেন যেখানে আপনার পছন্দের ছবির ইউ আর এল বা আপনার কম্পিউটার থেকে নিজের পছন্দ মতো কোন ছবি সিলেক্ট করে দিন ।

তারপর একবারে নিচে Save নামে বাটনে ক্লিক করে সেভ করুন, করে পুনরায়   ফেসবুক এ যান আর মজা দেখুন। সমস্যা হলে জানাবেন।

 [[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

One thought on “ফেসবুকের লগ ইন স্ক্রিন এ দিন নিজের ছবি !”
  1. please help me..
    আমার নাম, ছবি, ব্যক্তিগত সব কিছু দিয়ে কে যেন facebook account খুলছে।। আমি কিভাবে এটাকে ব্লক করব? দয়া করে একটি উপায় বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *