ইতালির সরকারী পরিবহন গুলোর টিকিট ক্রয় নিয়ে নিত্য নতুন পদ্ধতি আবলম্বন করে যাচ্ছে ইতালিয়ান সরকার। কয়েক বছর আগে সময়ের জন্য টিকিট ক্রয় করতে পারিনি বা টিকিট এর দোকান খুঁজে পাইনি এরকম নানা অজুহাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইতালিতে প্রতিটি বাসের ভিতর এই টিকিট ক্রয় করার মেশিন বসানো হয়। কিন্তু তারপরেও জনগন নতুন নতুন অজুহাত দেখায়, যেমনঃ আমার কাছে খুচরা পয়সা নেই বা মেশিন দিয়ে কিভাবে টিকিট ক্রয় করতে হয় জানিনা বা মেশিন কাজ করছে না ইত্যাদি। কাজেই যারা এসব অজুহাত দিয়ে অব্বস্থ তাদের জন্য সরকার নতুন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছে ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে। এটি নতুন প্রযুক্তির একটি ছোঁয়া যার মাধ্যমে আপনি মোবাইল এর মাধ্যমে টিকিট ক্রয় করতে পাড়বেন। যেমন আপনি যখন বাসে প্রবেশ করবেন তখন নির্দিষ্ট একটি নাম্বারে এসএমএস করতে হবে সেখানে এসএমএস করার সাথে সাথে আপনার মোবাইল থেকে টিকিট এর মূল্য কেটে নেওয়া হবে এবং আপনাকে সেখান থেকে আপনার মবাইলে একটি মেসেজ পাঠানো হবে যার মধ্যে আপনার টিকিট এর টাইম দেওয়া থাকবে যেমনঃ আপনার টিকিট কখন থেকে সচল হয়েছে এবং কতো সময় পর্যন্ত ভ্যালিড রয়েছে। মানে সাধারণত আপনি যখন টিকিট নিয়ে বাসে প্রবেশ করেন এবং সেখানে আপনার টিকিটটি পাঞ্ছ করান তখন থেকে কিন্তু আপনার টিকিটটির সচল হয়ে গেলো এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এটি ভ্যালিড থাকে… ঠিক তেমনি এই মোবাইল দিয়ে টিকিট ক্রয় করার সিস্টেম। তারা মনে করছেন এই পদ্ধতিতে এখন থেকে সবার জন্য অনেক সহজ হবে টিকিট ক্রয় করে বৈধ ভাবে যাত্রা শুরু করতে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]