• Tue. Dec ৩, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

আলু থেকে বিদ্যুৎ উৎপাদন!!আপনিও পাড়বেন!! দেখুন কিভাবে?

ByFazle Rabbi

Nov 26, 2013

আলু শুধু খাদ্য হিসেবেই সুস্বাদু ও পুষ্টিকর নয় বিদ্যুৎ শক্তির উৎস হিসেবে দারুন। আলুতে শুধু দুটি বিপরীত চার্জবিশিষ্ট ইলেক্ট্রোড পাত ব্যবহার করে যে কেউ ব্যাটারি নির্মাণ করতে পারে। তবে এবার একধাপ এগিয়ে এবার আলুর সবুজ অংশ থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। এ বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি গবেষণায় নতুনমাত্রা যোগ করলেন হেইম রাবিনোউইচ। গত কয়েক মাস ধরে রাবিনোউইচ এবং তার সহকর্মীরা অল্পখরচে বিদ্যুৎ উৎপাদন করার জন্য এই পদ্ধতি ব্যবহারের চেষ্টা করছিলেন বলে সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে। আলুর গায়ে লেগে থাকা নতুন সবুজ কাণ্ডের মতো অংশের সঙ্গে সস্তা কিছু ধাতু ও তার সংযোগ ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটি সম্পাদন করা হবে। এতে করে প্রত্যন্ত শহর এবং গ্রামাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে জানিয়েছেন রাবিনোউইচ। রাবিনোউইচ আরও জানিয়েছেন, আলু থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটি পুরনো হলেও আলুর সবুজ অংশ থেকে তা করার ধারণা এটাই প্রথম। উল্লেখ্য, হিব্রু ইউনিভার্সিটি অফ জেরুজালেমের বিজ্ঞানী রাবিনোউইচ দাবি করেছেন, এ পদ্ধতিতে একটি আলু ব্যবহার করে এলইডি লাইটের মাধ্যমে ৪০দিন পর্যন্ত কোনো ঘর আলোকিত করা যাবে। ক্লাসে হাতে কলমে আলু থেকে শক্তির উৎস তৈরি করা-

উপকরণ : ১. কয়েকটা আলু ২. লোহার পেরেক ৩. তামার পাত ৪. কিছু তার

সংযোগ পদ্ধতি: পেরেক ও তামার পাত আলুতে গেঁথে তার দিয়ে ছোট ডিজিটাল ক্লক অথবা এলইডিতে সংযোগ দিন। ব্যাস, হয়ে গেল।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

One thought on “আলু থেকে বিদ্যুৎ উৎপাদন!!আপনিও পাড়বেন!! দেখুন কিভাবে?”
  1. আলু থেকে বিদ্যুৎ তৈরি এটা পড়লাম, ভালো প্রযুক্তি**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *