• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফেসবুকে লগ-ইন করা যাবে পরিচয় গোপন করে

ByNoyan Abdul

May 5, 2014

নয়ান আব্দুল……….সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে এবার যুক্ত করা হলো ফেসবুক ব্যবহারকারীর পরিচয় গোপন করে লগ-ইন করার সুবিধা। ফেসবুকের এফ৮ সম্মেলনে নতুন এই ফিচারটির ঘোষণা প্রদান করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা প্রধান মার্ক জুকারবার্গ।[sociallocker id=”13828″]

সাম্প্রতিক সময়ে যখন অনলাইনে তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রযুক্তি বিশ্ব, তখন ফেসবুকের নতুন এই ফিচারটি সাড়া ফেলেছে বিশ্বব্যাপী। সানফ্রান্সিসকোতে ফেসবুকের বার্ষিক ডেভেলপার কনফারেন্স এফ৮-এ ফেসবুক বরাবরই নতুন কোনো চমক নিয়ে হাজির হয়। এরই প্রেক্ষিতে এবারে জুকারবার্গ এই ফিচারটি নিয়ে হাজির হয়েছেন।ফেসবুক ব্যবহারকারীরা কী পছন্দ করেন বা কী পছন্দ করেন না, সেসব নিয়েই তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন। পরিচয় গোপন রেখেই ফেসবুকের লগ-ইনের সুবিধা অবশ্য প্রাথমিকভাবে মোবাইল প্ল্যাটফর্মের জন্যই উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানান জুকারবার্গ। বেশি বেশি মোবাইল ব্যবহারকারী যাতে ফেসবুক ব্যবহারে উদ্বুদ্ধ হয়, সেই লক্ষ্য নিয়েই এই ফিচারটি চালু করা হয়েছে। যারা সচরাচর অনলাইনে নিজেদের তথ্য শেয়ার করতে চান না, তাদের জন্য এটি বড় একটি সুযোগ হয়ে এসেছে বলেই জানান জুকারবার্গ।

এ ছাড়া ফেসবুকের মোবাইল অ্যাপসে সাধারণত অ্যাপস নিজেই বলে দেয় ব্যবহারকারীর কোন কোন তথ্য শেয়ার করতে হবে। নতুন ফিচারে ব্যবহারকারী নিজেই নির্বাচন করতে পারবে সে কোন কোন তথ্যগুলো শেয়ার করতে চায় কিংবা কোনো তথ্য আদৌ শেয়ার করতে চায় কি না। মূলত ফেসবুকের ডেভেলপাররাই এই ফিচারটি প্রাথমিকভাবে ব্যবহার করতে পারবেন। পরে সকলের জন্য এটি উন্মুক্ত করা হবে। [/sociallocker]

Noyan Abdul

আমি এ সাইট এ নতুন এক জন লেখক...............