• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

প্যারিসে প্রবাসী এক বাংলাদেশীর বেদনাদায়ক ঘটনা!!মুহূর্তেই তার পরিবারে নেমে আসে একটি কালো ছায়া

ByLesar

Nov 26, 2013

জাকারিয়া মিঠুঃ ২০০৯ সালের শেষের দিকে আমি প্যারিস আসি এবং রেখে আসি আমার পরিবার বাংলার মাটিতে । দিন কাল ভালো কাটছিল প্যারিসে বেশ আমার । আমার পরিবারে বাবা মা আর ছিলাম তিন ভাই । বেশ ভালই ছিল আমার পরিবার শুধু একটি কষ্ট ছিল আমার পরিবারের যা, মেয়ে মানুষ মানি I don’t have a sister । তিন ভায়ের ভিতরে আমি সবার বড় আর আমার ছোট জাহিদুল হাছান রিফাত Rifat Jahid আর পরিবারের সবার প্রিয় ছোট ভাই মরহুম, আরাফাত রহমান সিয়াম । ২০০১ সালে ৮-৯ বছরের আমার একজন ভাই পানিতে পরে মারাযায় জার নামছিল মরহুম, জিহাদ হাছান আরাফাত ।
গত শক্রবার ( ২২ নভেম্বর ২০১৩ ) সন্ধ্যায় আমার পরিবারে নেমে আসে একটি কালো ছায়া যে ছবিটি দেখছেন সে আমার ছোট ভাই সিয়াম ।কি দোষ ছিল এই মাসুম ছেলের ? কি অপরাধ এই ১০-১১ বছরের আমার ছোট ভাই্টার ? দেখছেন কি ভাবে তাকে ছুরি দিয়ে আঘাত করেছে ঘতকরা ? দেখেন কি ভাবে ঘুমিয়ে আছে আমার ভাই টি ? যে, মাকে জড়িয়ে ছড়া ঘুমাতেন না আজ সে চিরদিনের জন্য একা থাকছেন ঘুমিয়ে সাড়ে তিন হাত মাটির নিছে ।কোথায় পাব আমার সেই বড় ভাইয়া চিকন কণ্ঠের ঢাক ? আমাকে সেই কণ্ঠে আর কেউ কোনদিন দিবেনাঢাক বড় ভাইয়া বলে ।
ওহ..! আল্লাহ তুমি আমার ছোট ভাইটিকে দেখে রেখ তোমার মত করে ।আমার জীবনে আমি অনেক লেখা লেখেছি কিন্তু কান্নাজড়িত কণ্ঠে আজেই লেখছি প্রথম আপনাদের সকলের কাছে আমার ভাইয়ের জন্য ও আমার পরিবারের জন্য একটু দুয়া করিয়েন সাথে আমার সিয়ামের বিচার জেনো পাই আমি ও আমার পরিবার।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

One thought on “প্যারিসে প্রবাসী এক বাংলাদেশীর বেদনাদায়ক ঘটনা!!মুহূর্তেই তার পরিবারে নেমে আসে একটি কালো ছায়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version