উল্লেক্ষঃ যাতে কেউ আমাদের এই লেখা পড়ে এই সিরাপটি সনাক্ত করতে না পারে তার জন্য আমরা ছবি থেকে সিরাপটির নাম মুছে দিয়েছি এবং এই লেখাতে ঐ সিরাপের নামের জায়গায় ছদ্দনাম হিসেবে ব্যবহার করা হল “মরন নেশা” নামে
প্যারিস বাঙ্গালীঃ ফ্রান্সে অনুসন্ধান লেখাটি সবাই পড়ুন ও শেয়ার করুণ। ফ্রান্সের রাজধানী প্যারিস, এখানে বসবাস করে ভিবিন্ন দেশের মানুষ।বিদেশে আসি আমরা টাকা রোজগার করিতে এটাই স্বাভাবিক।কিন্তু না এই টাকা রোজগার করতে এসেও অনেকেই স্বাভাবিক ভাবে নেই হয়তো আপনারা তা জানেন না। প্যারিস বাঙ্গালী সেই সকল আনুসন্ধান তুলে ধরছে এবার।ভালো করে যেনে রাখুন এবং ভালো করে চিনে রাখুন! যেই ছবি টা দখছেন সেটা।
ফ্রান্সে যারা থাকেন তারা অনেকেই ভালো করে চিনেন।যার বাংলা নাম “এখানে দেওয়া হলো না এটি একটিকাশি,ঠাণ্ডা জ্বরের সিরাপ ” যেটা খায় কাশি, ঠাণ্ডা জ্বর হলে।কিন্তু না এখানে অনেক বাংলাদেশী আছেন তারা সেবন করেন নেশার জন্য। অনেকেই আছেন প্রতিদিন তিন থেকে চার টা “মরন নেশা” সেবন করেন। বাংলাদেশের ফেঞ্ছিডিলের মত নাকি এই “মরন নেশা”খেলে নাকি ভালো ভাব আসে ।
কিন্তু প্যারিস বাঙ্গালী এই “মরন নেশা” নিয়ে যায় এক ডঃ এর কাছে তিনি বলেন “মরন নেশা” এটি একটি কাশি বা ঠাণ্ডা জ্বর হলে সেবন করা হয় । একটি মানুষের প্রতিদিন তিন বার দুই চামচ করে সেবন করতে হবে।এর বেশি সেবন করলে তার দ্রুত সাইড এফেক্ট হবে ।যেমন: খুবই দ্রুত তার লিভার (পাকস্থলি) নষ্ট হয়ে যাবে। সে ক্ষেএে তিনি মারা জাবেন। তাই প্যারিস বাঙ্গালী এই বিষয়টির উপর জরিপ চালিয়েছে,যে ২০১১ ও ২০১২ সালে প্যারিসে এই “মরন নেশা” সেবন করে কয়েক জন বাঙ্গালী মারা জান। কিন্তু হয়তো অনেকে জানেন না।কেচোঁ খুজতে গিয়ে দেখা গেলো যে একজন বাঙ্গালী দিনে পাঁচ থেকে ছয়টা সেবন করেন । এই “মরন নেশা” তারা বাংলাদেশের ফেঞ্ছিডিলের সাথে তুলনা করেন সেবন কারীরা । কিন্তু প্যারিস বাঙ্গালীর সাথে “মরন নেশা” সেবন কারি একজন বলেন প্রথম যখন খেতেন তখন হাত,পা ও সারা শরীল চুল্কাতেন এখন তার শরীল ভালো আছে প্রতিদিন চার টা খেয়ে । এবং তার কাছ থেকে জানা যায় সেবন করিলে তার শরিল সতেজ থাকে । তিনি আরও বলেন মৃত্যু তার অতি নিকটে জেনেও তিনি সেবন করেন। “মরন নেশা” সেবন করিলে মারা যাবে এটাই স্বভাবিক।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]