সরকারী বে-সরকারী বিভিন্ন কাজে জাতীয় পরিচয়পত্র থাকা প্রায় বাধ্যতামূলক। আপনার হয়ত জাতীয় পরিচয়পত্রে ভুল রয়েছে অথবা জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে কিন্তু কিভাবে সংশোধন/ডুপ্লিকেট ইস্যু করতে হবে বা কোথায় যেতে হবে জানা নেই। ওয়েবেও সহজে এই তথ্য পাওয়া যায় না। তাই আমিওপারি আপনাদের আজ জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা কিভাবে তথ্য সংশোধন/সংযোজন করা যায় তার বিস্তারিত বর্ণনা করবে।
কিভাবে নিজের নাম পরিবর্তন, নিজের/পিতার/মাতার নাম সংশোধন করবেন-
বিবাহ বিচ্ছেদের কারনে স্বামী/স্ত্রীর নাম পরিবর্তন-
পিতা/মাতার নাম পরিবর্তন-
জন্ম তারিখ পরিবর্তন/সংশোধন-
অন্যান্য সংশোধন-
রক্তের গ্রুপ সংশোধন-
জাতীয় পরিচয়পত্র হারানো গেলে-
আবেদন পত্র:যেকোন জেলার বাসিন্দা হলেও ঢাকায় নিম্নলিখিত ঠিকানায় যেতে হবেঃ
ঠিকানা:
ন্যাশনাল আইডি উইং
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ভবন
আগারগাও ঢাকা।
প্রিয় পাঠক আশা করি এই তথ্যটি আওনাদের অনেক উপকারে আসবে। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]