জয়েন্ট স্টক কোম্পানী কি?
জয়েন্ট স্টক কোম্পানী হলো বাংলাদেশ সরকার এর সেই অথরিটি, যে অথরিটি লাভজনক প্রতিষ্ঠান (কোম্পানী) এবং অলাভজনক প্রতিষ্ঠান (এনজিও) সমূহকে রেজিষ্ট্রেশন প্রদান করে থাকে।
অনলাইনে কিভাবে আপনার লাভজনক প্রতিষ্ঠান (কোম্পানী) এর রেজিষ্ট্রেশন করবেন?
১- প্রথমেই নিতে হবে আপনার পছন্দের কোম্পানীর নামের ছাড়পত্রঃ
একটি কোম্পানী রেজিষ্ট্রেশনের এটি হলো প্রথম ধাপ। আপনি বা আপনার যে প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন করতে চান সেই প্রতিষ্ঠানের নামে আগে কোন প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন হয়েছে কিনা তা খুজে দেখাই এ পর্যায়ের উদ্দেশ্য। যাতে কিনা একই নামে একাধিক প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন না হয়। নামের ছাড়পত্র হলো কোম্পানী রেজিষ্ট্রেশন এর একটি অপরিহার্য ডকুমেন্ট।
নামের ছাড়জত্র নেবার জন্য যে সকল নিয়ম মেনে চলতে হবে তাহলোঃ
ক) প্রথমেই এই লিংক এ http://www.roc.gov.bd:7781 গিয়ে একটি আইডি খুলুন।
খ) নামের ছাড়পত্র চেয়ে একটি আবেদন করতে হবে।
গ) আবেদন পত্রটি রেজিষ্ট্রার জয়েন্টস্টক এর বরাবর করতে হবে।
ঘ) নামের ছাড়পত্রের জন্য নির্ধারিত ফি, নির্ধারিত ব্যাংক এ জমা রশিদ সাথে দিতে হবে।
ঙ) আপনার পছন্দের নামটি অন্য আগের যে কোন নামের সাথে মিলে যেতে তাই আগে থেকেই তিনটি নাম আবেদনপত্রে উল্লেখ করে দেওয়া ভাল।
চ) নামের ছাড়পত্রটি ১৮০দিন পর্যন্ত বহাল থাকবে এর মধ্যেই আপনাকে রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র, ফি জমা দিতে হবে। অন্যথায় আপনার নামের ছাড়পত্রটি বাতিল হয়ে যাবে।
জ) ফরেন অথবা বৈদেশিক কোম্পানী এবং যৌথ ব্যবসা রেজিষ্ট্রেশন এজন্য নামের ছাড়পত্রের প্রয়োজন নেই।
২- এবার কোম্পানী রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করতে হবেঃ
আবেদনকারী তার নামের ছাড়পত্র নিয়ে তার কোম্পানী রেজিষ্ট্রেশন এর জন্য প্রয়োজনীয় কাগজ পত্র সহ নির্ধারিত আবেদর ফর্মের মাধ্যমে আবেদন করবেন। যেভাবে আবেদন করতে হবে-
ক) রেজিষ্ট্রেশনের জন্য নির্ধারিত ফি, নির্ধারিত ব্যাংক এ জমা দিতে হবে।
খ) জয়েন্ট স্টক কোম্পানীর নির্ধারিত ফরমে কোম্মেপানীর মোমোরেন্ডাম এবং আর্টিকেল অব এসোসিয়েশন তৈরী করতে হবে। কোম্পানীর ধরন অনুযায়ী আবেদনের সাথে জমা দিতে হবে।
গ) জয়েন্ট স্টক কোম্পানীর নির্ধারিত ফরমে জয়েন্ট স্টক কোম্পানীর ওয়েব সাইটে গিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করতে হবে।
কিভাবে অনলাইনে কোম্পানী রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করবেন?
কোম্পানী আইন ১৯৯৪ এর ধারা অনুযায়ী প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে-
কোম্পানী রেজিষ্ট্রেশন এর জন্য পুনরায় এই লিংক- http://www.roc.gov.bd:7781 এ প্রবেশ করতে হবে।
-এবার Apply for Registration এ ক্লিক করুন
– এবার কোম্পানীর ধরন চিহ্নিত করুন।
-এবার আপনার কোম্পানীর নামের ছাড়পত্রের সিরিয়াল নম্বর (Submission no.) এবং আবেদন নম্বর (Letten no) বসিয়ে Continue বাটন এ ক্লিক করে কোম্পানী রেজিষ্ট্রেশন এর পাতায় প্রবেশ করুন।
– নির্ধারিত ফরমটিতে প্রয়োজনী তথ্যগুলো শতর্কতার সাথে পূরন করুন।
– এবার মেমোরেন্ডাম অব এসোসিয়শন (Memorandum of Association) নির্ধারিত ফরমেট এ তথ্য বসিয়ে পূরন করুন।
– এবার আর্টিকেল অব এসোসিয়শন (Article of Association) নির্ধারিত ফরমেট এ তথ্য বসিয়ে পূরন করুন।
বিঃ দ্রঃ- মেমোরেন্ডাম অব এসোসিয়শন (Memorandum of Association) ও আর্টিকেল অব এসোসিয়শন (Article of Association) এর নমুনার (Sample) জন্য এই লিংকে ক্লিক করুন-
http://www.roc.gov.bd:7781/psp/notice?p_notice_id=16
-এবার ভাল করে পূনরায় মেমোরেন্ডাম অব এসোসিয়শন (Memorandum of Association) ও আর্টিকেল অব এসোসিয়শন (Article of Association) এর সকল তথ্য ভাল করে একাধিক বার চেক করুন তারপর Submit করে Continue করুন।
-এবার টাকার রশিদের তথ্য দিন এবং Submit করুন।
৩- রেজিষ্ট্রেশন ফিঃ
কোম্পানীর মূলধনের উপর নির্ভর করে আপনার প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন করতে কতো টাকা বা ফি লাগবে তা হিসাব করবার জন্য এই লিংকটি ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন- http://www.roc.gov.bd:7781
ফি ক্যালকুলেটর (Fee Calculator) থেকে ফি ক্যালকুলেশন করতে পারবেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]
বাংলাদেশ ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং এর অনুমতি নিতে কতটাকা লাগে? ব্যাংকিং সেক্টর ছাড়া অন্য কাউকে এই লাইসেন্স দেয় কিনা?
নতুন আইন অনুযায়ী এমএলএম কোম্পানী লাইসেন্স নিতে কতটাকা লাগে বা জামানত রাখতে হয় কিনা? এব্যাপারে জানা থাকলে একটু বিস্তারিত জানাবেন