• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালীর পাদোভাতে সবুজ বাংলা এসোসিয়েশন শহীদ মিনার স্থাপনে জন্য সকল কার্যক্রম সম্পূর্ন করেছে

ByEmdadul Haque

Nov 9, 2013

এমদাদুল হক এমদাদ, ভিসেন্সা, ইতালীঃ জাতিসংঘের ইউনেস্কো ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করায়। গত এক যুগ ধরে দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রবাসে নিজের মাতৃভাষাকে স্বরন করতে ইতালীর পাদোভাতে সবুজ বাংলা এসোসিয়েশন শহীদ মিনার স্থাপনে জন্য এখানকার প্রসাশনিক সকল কার্যক্রম সম্পূর্ন করেছে। এখন অর্থ সংগ্রহের জন্য পাদোভাবাসীর সহ সকলের সাহায্য কামনা করে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যার আয়োজন করে। এসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন খসরুর সভাপতিত্বে মোহাম্মদ ইমরান হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি জাহাঙ্গীর ভূইয়া, শাহ সেলিম, পাদোভা বিএনপি সভাপতি আক্তারুজ্জামান এন আর বি জাই এর সাধারন সম্পাদক ও চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান চুন্নু, শুভেচ্ছা বক্তব্য রাখেন মিন্টু হাওলাদার, কামরুল মজুমদার, কামাল আকন সহ আরো অনেক প্রবাসী বাংলাদেশী। রফিকুল আমিন ও বুশরার উপস্থাপনায় সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে রোম থেকে আগত বাধন, অরুন দি কস্তা সহ স্থানীয় শিল্পীবৃন্ধ, এছাড়াও কবিতা আবৃতি ও যাদু প্রদর্শিত হয়। নৃত্য ছিলো ভেনিসের শিশু শিল্পী আলফি ও ইতালীর জন নন্দিত নৃত্য শিল্পী সাবিহা হোসেন উত্তরা। সর্ব শেষ আকর্ষন ছিলো ক্লোজ আপ ওয়ানের শিল্পী রন্টি দাস।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *