বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে অপদস্থ হয়েছেন। স্ত্রী শিশির ভারত যাচ্ছিলেন। তাই তাকে বিদায় জানাতে গিয়ে এমন ঘটনার শিকার হন তিনি। খবর বাংলানিউজ২৪ এর।
সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তারা তার সঙ্গে চরম দুর্ব্যবহার করে তাকে বিমানবন্দর থেকে বের করে দেন। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেছেন সাকিব আল হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব আল হাসানের স্ত্রী শিশির এয়ার ইন্ডিয়ার একটি বিমানে দিল্লি যাওয়ার জন্য রাত পৌনে আটটায় হযরত শাহজালাল আন্তজাতিক বিমান বন্দরে যান। এ সময় বহির্গমন লাউঞ্জে গিয়ে সিভিল এভিয়েশনের অনুমতি নিয়ে সাকিব ইমিগ্রেশন এলাকায় ঢুকে স্ত্রীকে বিদায় জানাচ্ছিলেন। ঠিক তখনই সিভিল এভিয়েশনের ডিএসও (ডিউটি সিকিউরিটি অফিসার ) আনোয়ারা বেগম এসে সাকিবকে বলেন, “আপনি ভিতরে কেন?“এসময় সাকিব নিরাপত্তাকর্মীর অনুমতি নিয়েছেন বলে জানালে আনোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি সাকিবকে সেখান থেকে বের করে দেন। এসময় সাকিবের স্ত্রী শিশির আনোয়ারা বেগমকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এপযার্য়ে সাকিবের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি।
পরে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাকে এপিবিএন লাউঞ্জে নিয়ে যান।
এ ব্যাপারে সাকিব আল হাসানের স্ত্রী শিশির এপিবিএন-এর দায়িত্বরত কমর্কর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শিশির ৯টা ২০ মিনিটে দিল্লিগামী ফ্লাইটে ওঠার পর সাকিব বিমানবন্দর ত্যাগ করেন।
সাকিবের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন এপিবিএন-এরই এক সিনিয়র এএসপি।দুর্ব্যবহার প্রসঙ্গে সিভিল এভিয়েশনের ডিএসও (ডিউটি সিকিউরিটি অফিসার ) আনোয়ারা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ডিউটি শেষ করে চলে গেছেন বলে জানান সেখানে দায়িত্বরত ফরিদ উদ্দিন। তিনিও ঘটনাটি শুনেছেন বলে জানান। নিউজসূত্র
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]