নাজমুল হোসেন,ইতালি থেকে …………ইতালির মিলানে বাংলাদেশ দুতাবাসে(Bangladesh Consulate General, Milan, Italy) প্রবাসীদের জন্য ইন্টারনেট ওয়েব পেইজের উদ্বোধন করা হয়েছে । ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় দুতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েব পেইজের উদ্বোধন করেন মিলান দুতাবাসের কনসাল জেনারেল তৌহিদুল ইসলাম ।তিনি উদ্বোধন কালে বলেন,দীর্ঘ প্রচেষ্টার পরে ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশীদের জন্য এই ইন্টারনেটে ওয়েব পেইজ খোলা হলো । মিলান দুতাবাসের ওয়েব ঠিকানা হচ্ছে www.bcgmilan.com । তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন এই ওয়েব পেইজের মাধ্যমে প্রবাসীরা তাদের কাঙ্খিত সার্ভিস পাবেন ।আমাদের বিশ্বাস প্রবাসীরা এই ঠিকানার মাধমে কনস্যুলেট অফিসের অনেক তথ্য খুব সহজেই জানতে পারবেন এবং তাদের সমস্যার সমাধান গুলো ও করতে পারবেন যোগাযোগের ফলে ।বিশেষ করে প্রবাসীরা ঘরে বসে দুতাবাসের তাদের প্রয়োজনীয় ফরম পূরণ করে আবেদন করতে পারবেন ।বাংলাদেশ সরকারের চলমান আইন ,দুতাবাসের প্রজেক্ট ,কল্যাণকর প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন ,সর্বোপরি তথ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী এই ওয়েব পেইজের সাথে আরো অন্যান্য ওয়েব ঠিকানার লিংক গুলো রয়েছে যা থেকে খুব সহজেই প্রবাসীরা তাদের সকল তথ্যাবলী জানতে পারবেন ।তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সকল প্রবাসীদের কাজ সহজে লাগব হবে ও প্রবাসীদের সুযোগ সুবিধা দিতে সক্ষম বলে জানান ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিলান দুতাবাসের কাউন্সিলর দেওয়ান হোসেন আইয়ুব,দুতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মানিক রঞ্জন বড়ুয়া,দুতাবাসের ব্যক্তিগত কর্মকর্তা জুবায়দা নাসরিন, কনস্যুলার এসিস্টেন্ট মো মোক্তার আহমেদ শেখ ,কনস্যুলার স্টাফ জাকির হোসেন ।
সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও সংবাদ পত্রিকার শিল্প নির্দেশক শফিকুল কবির চন্দন,মাসিক স্বদেশ বিদেশ পত্রিকার ব্যুরো প্রধান ও ইউরো বিডি নিউজ অনলাইন পত্রিকার সহ সম্পাদিকা সেলিনা আক্তার,মাসিক প্রবাস বাংলার সম্পাদক মোসলেহ উদ্দিন খোকন,মাসিক প্রবাস বার্তার সম্পাদক তুহিন মাহমুদ,চ্যানেল আই ইউকের মিলান প্রতিনিধি নাজমুল আহসান শামিম ,বাংলা টিভি ইউকের মিলান প্রতিনিধি পারভেজ আহমেদ পাপ্পু, এটিএন বাংলা ইউকের মিলান প্রতিনিধি একে রুহুল সান,চ্যানেল নাইন ইউকের ও বাংলাভিশন মিলান প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি, এনটিভি ইউকের মিলান প্রতিনিধি নাজমুল হোসেন,বিজয় টিভি ইতালি প্রতিনিধি ও চ্যানেল নাইন ইউকের সহযোগী মিলান প্রতিনিধি আল আমিন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]