সংগৃহীতঃ আজ দুপুরে বাসে করে ভার্সিটি তে যাচ্ছিলাম… আমি সবসময় BRTC বাসে করেই চলাফেরা করি যত দেরিই হোক না কেন… যাই হোক যথারীতি আমি আরটিকুলেড বাস এ উঠলাম… কিছুদুর যাওয়ার পর বাসে ২ টা ছেলে উঠল… তারা ঠিক আমার পিছনে বসল… তাদের কথা বার্তার চম্বুক অংশ তুলে ধরলাম…
ছবি অনুযায়ী কথোপকথনঃ
১ম জনঃ মাল গুলা কবে দিবা
২য় জনঃ সামনের সপ্তাহে পেয়ে যাবা
১ম জনঃ ওহ আচ্ছা
২য় জনঃ ওহ তুমি এই টাকা টা রাখো , পান-চিনির টাকা আমাদের সাথে কাজ শুরু করলে দেয়া নিয়ম…
১ম জনঃ ওহ না না থাক দরকার না…
২য় জনঃ আরেহ নেও সমস্যা নাই…
এই সময় হটাত ২য় জনের কাছে একটি ফোন কল আসল…
২য় জনঃ হ্যালো… কি অবস্থা
ফোন এর অপর পক্ষ কিছু একটা বলল …
২য় জনঃ শুধু রবি আর এয়ারটেল নাম্বার টার্গেট করবা… রবি নাম্বার এ কোন মিস নাই…
আরও কিছু কথা বলে ফোন রেখে দিল।
১ম জনঃ কিসের কথা বোল
২য় জনঃ বুজবা বুজবা আস্তে ধিরে সব বুজবা নুতুন বিজনেস… অনেক লাভ
১ম জনঃ কি বিজনেস…
২য় জনঃ বিকাশ এর বিজনেস…
১ম জনঃ বুজলাম না …
২য় জনঃ আমরা বিকাশ একাঊণ্ট আছে এমন নাম্বার খুঁজে বের করি… তারপর সেই নাম্বার গুলো কাস্তমার কেয়ারে টাকা দিয়ে রিপ্লেস করাই… তারাই বিকাশের পিন কোড ও আমাদের বের করে দেয়… তারপর সেই নাম্বারের একাউন্টে যত টাকা থাকে সব অন্য সিমে ট্রান্সফার করে ক্যাশ করি… কপাল ভালো হইলে লক্ষ টাকা… কোন মিস নাই…
১ম জনঃ ওরে বাপরে এত্ত টাকা… ঝামেলা নাই কোন…
২য় জনঃ আরেহ পাবলিক বুজেই না… হাহাহা
তাদের আরও কিছু কথা হোলো এই সম্পর্কে…
আশা করি ঘটনা সবাই বুজতে পারছে… এখানে যে দুজনের ছবি দেখছেব তারা একটি চক্রের সদশ্য… আমি ঝুকি নিয়ে তাদের ছবি তুলে রেখেছি… আপনারা যারা বিকাশ নম্বর ইউজ করেন তারা সাবধানতা অবলম্বন করুন… আপনার পরিচিত সবাই কে এদের সম্পর্কে সচেতন করুন… এই স্ট্যাটাস টি যত সম্ভব শেয়ার করে সবাই কে জানিয়ে দিন… এই ছবির ব্যক্তিদের পুলিশের সোপর্দ করুন…
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।