যারা আইফোন ইউজার তারা সবাই হয়তো আইওএস সম্পর্কে জানেন এবং সব সময় এটির উপর নজর রাখেন, নুতুন কোন ভারসন আসার সাথে সাথে নিজের আইফোনটিকে আপডেট করে নেন কিন্তু অনেকে সখের বশে আইফোন কিনলেও জানেননা আইওএস কি ? তাই প্রথমেই নতুনদের এই আইওএস সম্পর্কে কিছু ধারণা দেওয়া হোল। আইওএস হচ্ছে আইফোনের অপারেটিং সিস্টেম যার মাধ্যমে আইফোন তাকে দেওয়া নির্দেশের মাদ্ধমে কাজ সম্পাদন করে থাকে। যেমন আমরা কম্পিউটার এর জন্য ব্যবহার করি উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮ , তেমনি আইফোনের রয়েছে আইওএস তবে এটি সনাক্ত করা হয় নাম্বার অনুযায়ী ভার্সন হিসেবে যেমনঃ Ios 5.0, Ios 5.0.1, Ios 6.0, Ios 6.o.1 বা Ios 6.1.3 ইত্যাদি। মনে রাখবেন এই আইওএস দ্বারা সনাক্ত করতে পাড়বেন আপনার আইফোনটি আপ টু ডেট কিনা!!
ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে অ্যাপল উন্মোচন করেছে তাদের নতুন জেনারেশনের আইওএস সংস্করণ ৭।অ্যাপলের সিইও টিম কুক এটি অবমুক্ত করার সময় বলেন “আইফোনের ওএস এ শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে আইওএস ৭ এ”
কন্ট্রোল সেন্টার:নতুন আইওএস এ যোগ হয়েছে কন্ট্রোল সেন্টার। যেখানে ব্যবহারকারী যে কোন অ্যাপের মধ্যে ওয়াইফাই, ডিসপ্লে ব্রাইটনেস এবং অন্যান্য বহুল ব্যবহৃত সেটিং নিয়ন্ত্র করতে পারবেন।
মাল্টিটাস্কিং:আইওএস ৭ আগের তুলনায় আরও উন্নত মাল্টিটাস্কিং সুবিধা এনেছে। আইওএস ৭ পর্যবেক্ষণ করবে আপনি কোন অ্যাপগুলো সবচেয়ে বেশী ব্যবহার করছেন এবং সেই অনুযায়ী তার ফুল ফাংশনিং মাল্টিটাস্কিং নির্ধারণ করবে। যখন অ্যাপ কোন পুশ নটিফিকেশন পাঠাবে, তখন ফোন বুঝতে পারবে ব্যাকগ্রাউন্ডের কোন প্রসেসটি চালু করলে ব্যবহৃত অ্যাপ আরও দ্রুত কাজ করবে।
সাফারি:আওএস ৭ এর ব্রাউজার সাফারি পরিবর্তন করা হয়েছে। দেয়া হয়েছে ভিন্ন ধর্মী অনুভূতি, অনেকটা আইওএস এ ব্যবহৃত ক্রোম ব্রাউজারের মত।
এছাড়াও যোগ হয়েছে আইটিউনস রেডিও, ফটো গ্যালারিতে আনা হয়েছে পরিবর্তন, পরিবর্তিত হয়েছে ক্যামেরা অ্যাপ টিও। আগামী সেপ্টেম্বরে এটি অফিসিয়ালি ডাউনলোডের জন্য অবমুক্ত করা হতে পারে। সূত্র: ম্যাশেবল
নতুন এই ওএস এর স্ক্রীন শট দেখতে অ্যাপলের অফিসিয়াল সাইটে ভিজিট করুন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]