সুখবর অরিজিনাল ফেসবুক ব্যবহার কারিদের জন্যে আর কপাল পুড়ল এটি নিয়ে ধান্দা কারিদের।জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক সম্প্রতি বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে।বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কগুলো সাথে পাল্লা দিয়ে চলার জন্য ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন ফিচার উপহার দিচ্ছে তাদের ব্যবহারকারীদের।তারই ধারাবাহিকতায় গত ২৯ মে(২০১৩)এবার নিলে এল “ভেরিফাইড পেইজ এবং প্রোফাইল”। যার মানে এখন থেকে কেউ চাইলেও অন্নের নাম দিয়ে নিজের একটি পেজ বা ফেসবুক আইডি ব্যবহার করতে পাড়বে না। যেমন মনে করেন আপনার পছন্দের অভিনেতা মোশাররফ করিম এবং আপনি চান তাকে আপনার ফেসবুকের বন্ধুর লিস্টে অ্যাড করতে, কিন্তু যখন ফেসবুকে মোশাররফ করিম লিখে সার্চ দিলে শত শত মোশাররফ করিমের নাম দিয়ে করা ভুয়া আইডি গুলো চলে আসে, আর এদের ভিতর খুব কষ্টের হয়ে পরে আসল না নকল মানুষের আইডি চেনা। আর এখন থেকে এই “ভেরিফাইড পেইজ এবং প্রোফাইল দ্বারা আপনি খুব সহজেই সনাক্ত করতে পাড়বেন কে আসল কে নকল।ফেসবুকের চালু হওয়া এই ফিচারটি বহুপূর্বেই ছিল আরেক সোশ্যাল নেটওয়ার্ক টুইটারে।এদিক থেকে বিবেচনা করলে ফেসবুকের এই ফিচার টুইটার থেকে ধার করা।
অনেক অভিনেতা-অভিনেত্রী,সেলিব্রিটি,জনপ্রিয় বিভিন্ন কোম্পানী/ব্র্যান্ড,সরকারি বা বিখ্যাত সব ব্যবসায়ীদের ফেসবুক প্রোফাইল ও পেইজ ভেরিফিকেশনের কাজে নেমেছে ফেসবুক টিম।ইতিমধ্যেই বেশ কয়েকজন তারকা,কোম্পানী,ব্যক্তিদের ফেসবুক পেইজ ভেরিফিকেশন করা হয়ে গেছে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]