• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির ভেনিস বাসীদের জন্য সুখবর!!

ByLesar

May 28, 2013

আমরা এখন প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকি এবং এটি এখন আমাদের জীবনের একটি অংশ হয়ে দারিয়েছে বললে ভুল হবে না। তাই ইন্টারনেট সেবাদানকারী মোবাইল কোম্পানিগুলো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কিভাবে এর স্প্রীদ বাড়ানো যায়। আপনারা হয়তো যেনে থাকবেন ইতালির বাইরে ইউরোপের  অন্যান্য দেশে ৪জি সেবা প্রদান করে আসছে যেখানে বাংলাদেশে ২জি ছিল কিন্ত কিছুদিন ধরে বাংলাদেশে ৩জি সেবা প্রদান করা শুরু হয়ে গেছে। এবং আমরা ইতালিবাসী এখনো ৩জি ব্যাবহার করে আসছি কিন্তু কিছুদিন ধরে ইতালির প্রধান সেবাদানকারী কোম্পানি টেলেকম ইতালিয়া শুধু ভেনিস বাসীর জন্য এই ৪জি সেবা শুরু করেছে মোবাইল এর ক্ষেত্রে,যেখানে কম্পিউটার এর স্পীদ থাকবে ১০০ Mb ডাউনলোড এবং ৫০ Mb আপলোড যা সত্যিই পালটিয়ে দিবে আপনার ইন্টারনেট ব্যবহার করার অভিজ্ঞতা। টেলেকম ইতালিয়ার নতুন এই টেকনোলোজির নাম Lte (Long Term Evolution) যেটি আপনাকে দিবে দ্রুতগামী ইন্টারনেট ব্যবহার করার ক্ষমতা, যেখানে আগে ইন্টারনেট থেকে একটি মুভি নামাতে সময় লাগত ১০ মিনিট সেখানে এখন সময় নিবে মাত্র ১ মিনিট।

উল্লেক্ষ কম্পিউটারের জন্য আপনাকে টেলেকমের লাইন নিতে হবে আর মোবাইল বা ট্যাব এর জন্য ভোদাফোন বা টিম নিতে পারেন । তবে ভোদাফোন এই সেবা শুরু করে দিয়েছে আর টিম ও উয়িন্দ এ নিয়ে কাজ করে যাচ্ছে। তাই আপনি এই লাইন অ্যাক্টিভ করতে চাইলে ওদের গিয়ে বলতে হবে Devo attivare la nuova linea Lte (Long Term Evolution) che mi da 100 mbit/s in download e fino a 50 Mbit/s in upload. আপনি একথা ওদের বল্লে দেখবেন ওদের অনেকে অবাক হয়ে যাবে, আর আপনাকে বলবে মাম্মা মিয়া তোরা টেকনোলজির দিক দিয়ে এতো এগিয়ে গিয়েছিস যেখানে আমাদের ইতালিয়ানরাও এই খবর সম্পর্কে জানেনা। আমাদের সাথেই থাকুন আর দেখুন আমরা আপনাদের জন্য আরো কতো কিছু নিয়ে আসি।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

 

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *