সুইডেনের রাজধানী স্টকহোমে’র বটরিকা অঞ্চলের ইসলামিক ইউনিয়নের প্রধান ইসমাঈল উগুর, সুইডেনের দৈনিক ‘ডাগেন’কে দেওয়া এক সাক্ষাতকারে বলেন : আমরা জীবনের পুরোটা সময় সুইডেনে পার করেছি; কর প্রদান করেছি; আদর্শ নাগরিক হিসেবে নির্বাচিত হয়েছে এবং সুইডেনের বিভিন্ন কাজে আমরা অগ্রনী ভূমিকা রেখেছি; এখন আমাদের সামান্য আবেদন রয়েছে, আমরা ধর্ম স্বাধীনতা চাই।
তিনি বলেন : চলতি বছরের শুরুর দিকে স্টকহোমের একটি মসজিদ হতে আযান প্রচারের অনুমোদনের জন্য আবেদন করি। সংশ্লিষ্ট অধিদপ্তর বিভিন্ন দিক পর্যালোচনা ও পর্যবেক্ষণের পর অবশেষে গত সপ্তাহে ১৯৯৪ সালে পাশ হওয়া আযান প্রচারের উপর নিষেধাজ্ঞা শীর্ষক আইন বাতিলের প্রাথমিক সম্মতি প্রদান করা হয়েছে।এ আইন পাশের মাধ্যমে মুসলমানরা অবশেষে এ শহরের মসজিদ হতে আযানের ধ্বনি শোনার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছে।জনাব উগুর বলেন : সুইডেনের মুসলমানরা অন্তত জুমআর দিনের জামাতের নামাযের আযান শুনতে চায়।
স্থানীয় পরিষদ কর্তৃক পাশকৃত একটি নতুন আইনের ভিত্তিতে পূর্বের আইন বাতিল হয়েছে। পূর্বের আইনের ভিত্তিতে আযানের প্রচারের জন্য মিনার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
নতুন এই আইন ঘোষণার পর খ্রিষ্টান ডেমোক্রাটপন্থী কোন দলই এর বিরোধিতা করেনি। অথচ ইতিপূর্বে কেউ কেউ আযান প্রচারকে উদ্বিগ্নতা ও অস্থিতরতা সৃষ্টির কারণ বলে আখ্যায়িত করেছিল।
উল্লেখ্য, ২০১৩ সালের জরিপের ভিত্তিতে সুইডেনের ১০০ লাখ জনসংখ্যার মধ্যে সাড়ে চার বা ৭ লাখ লোক হচ্ছে মুসলমান।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]