• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

নিজে নিজে শিখি Spoken English

Byadilzaman

Dec 23, 2012

learn english

ইংরেজি ভাষা শেখার জন্য অসংখ্য বই বাজারে আছে । কিন্তু সর্ব স্তরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিখার সব ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন বই নেই বললেও চলে । শুধু তাই নয় , বাংলা ভাষায় এমন কোন ইংলিশ স্পোকেন বই নেই যা পড়ে শিক্ষার্থীরা নিজেরাই ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে । ফলে শিক্ষার্থীদের প্রতিক্ষেত্রেই কোচিং এর সাহায্যের অপেক্ষায় বসে থাকতে হয় , নিজে নিজে ইংরেজি ভাষা শেখা তাঁদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আবার যারা ভালো শিক্ষক ও কোচিং এর সহায়তা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন তারা ইংরেজি ভাষাকে পরিহার করা শুরু করে , একসময় তাঁদের মধ্যে ইংলিশ ভীতি সৃষ্টি হয় যা তাঁদের চির জীবনের দুঃখে পরিণত হয় ।

এসব দিক বিবেচনা করেই এই Spoken English ই-বুকটি প্রকাশ করা হল । এতে পর্যাপ্ত সংখ্যক ইংরেজি বাক্যের বাংলা অর্থ সহ দেওয়া আছে এবং প্রতিটি বাক্যে বাস্তব জীবনের আলাপচারিতা ফুটে উঠেছে যা আপনার ইংরেজি কথা বলার জন্য কাজে লাগবে । এছাড়া এতে সহজবোধ্য ও যুগোপযোগী ইংরেজি বাক্য বাংলা অর্থ সহ দেওয়া হয়েছে যাতে করে সর্বস্তরের পাঠকদের ইংরেজি ভাষা সংক্রান্ত যাবতীয় প্রয়োজন মেটাতে সক্ষম হয় ।
ইংরেজি ভাষা শেখার জন্য আমার ব্যক্তিগত টিপস হলঃ
“ প্রতিদিন অন্তত ৩০টা বিষয় ভিত্তিক ইংরেজি বাক্য বাংলা অর্থ সহ মুখস্থ শিখুন এবং সারাদিন ওই বাক্য গুলো বিভিন্ন ভাবে প্রয়োগ করুন । এভবে টানা ৩০ দিন চালিয়ে যান , দেখবেন আপনি অতি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন । আপনাকে গ্রামারের নিয়ম ধরে ইংরেজি বলতে হবে না , ১০০০ ইংরেজি বাক্য শিখার পর গ্রামারের নিয়ম আপনার মাথা থেকে অটোমেটিক বের হবে ।এত ইংরেজি বাক্য বাংলা অর্থ সহ কোথায় পাবেন ? চিন্তার কোন কারন নাই এখানে প্রায় ২০০০ এর বেশি বাক্য অবস্থান ও পরিস্থিতি অনুযায়ী ১৫০ টা ক্যাটাগরিতে ভাগ করা আছে । যা আপনার পড়ার আগ্রহ সৃষ্টি করবে ।”

ই-বুক

pdf
এই ই-বুক বা বইটি শিক্ষার্থীগণ তথা সকল স্তরের পাঠক মহলের গুরুত্বপূর্ন ক্ষেত্রগুলোতে সামান্য উপকারেও আসে, তাহলে আমি আমার এই সামান্য প্রচেষ্টাকে সার্থক বলে মনে করব ।
আমাকে পাবেন Fb page
facebook

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার তথ্য তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজের ভিতর লুকায়িত প্রতিভা, নিজে জানুন এবং অন্যকে জানান ও নিজেকে আবিষ্কার করুণ। ]]

৭ thoughts on “নিজে নিজে শিখি Spoken English”
  1. ইতালিয়ান পাতেন্তার জন্য, বাংলাতে অনুবাদ কোন বই কি আছে।এই বইটি পোস্ট করলে আমরা পাতেন্তা নেওয়ার ক্ষেত্রে অনেক উপকৃত হতাম।

    1. জি আছে কিন্তু সেটি আমাদের এক ভাই অনেক কষ্ট করে লিখেছেন তাই সেটি আপনাকে কিনে নিতে হবে।

  2. ধন্যবাদ ভাইয়া,
    আমি বলনিয়াতে থাকি, কি ভাবে এই বইটা পেতে পারি দয়া করে জানাবেন।বলনিয়াতে কোথায় পাওয়া যাবে জানালে
    আমি ভীষণ ভাবে উপকৃত হতাম।

  3. অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। পাতেন্তা বইটির লেখক এর নামটা জানাবেন। আর ১টা কথা ভাইয়া, আপনাদের আন্তরিকতায় আমি অভিভুত। দোয়া করি, amiopari টিম যেন অনেক অনেক সফলতা লাভ করতে পারে। শুভ কামনা রইল আপনাদের সবার জন্য।

    1. রাকিব ভাই আপনাকেও অনেক ধন্যবাদ তবে আমাদের উদ্দেশ্য সফল করতে আপনাদের সবার সাহায্য ও সহযোগিতা প্রয়োজন আর এই আমিওপারি শুধু আমার বা আমাদের সাইট না এটি আমাদের সবার সাইট( সম্পূর্ণ ইতালিকে আমাদের হাতের মুঠোয় নিয়ে আসার প্রকল্প নিয়েই এর সূচনা) … আপনি আপনার এলাকার সবার কাছে আমাদের সম্পর্কে জানিয়ে এবং আমাদের সাইটে আপনার নিজের লেখা জমা দিয়েও আপনি আপনার ভিতর লুকায়িত প্রতিভা এবং আপনার এলাকার খবরা খবর তুলে ধরতে পারেন কিভাবে লিখবেন? অনেক সহজ আর আপনাদের জন্য রয়েছে আমাদের ভিডিও টিওটোরিয়াল যা দেখে আপনি খুব সহজে আমাদের সাইট সহ আরো অন্যান্য সাইতে লেখালেখি করতে পারবেন (বিস্তারিত জানতে এখানে পরতে পারেন http://amiopari.com/818/ ) … আপনার ইতালিয়ান বইটির লেখকের নাম শেখ মহিতুর রহমান বাবলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *