প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আসসালামু আলাইকুম, আশাকরি আপনারা সবাই এই প্রবাস জীবনে ভাল আছেন। আমিওপারিতে ইউরোপ সহ পৃথিবীর সকল দেশের প্রবাসী বাংলাদেশীদের কাছে প্রয়োজনীয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এরই ধারাবাহিকতায় আজকে প্রবাসে বেড়ে উঠা শিশু কিশোরদের জন্য আমাদের আজকের এই পোষ্ট। যারা পরিবার নিয়ে প্রবাসে বসবাস করছেন তারা অনেকেই প্রবাসে তাদের ছেলে মেয়েদের লেখা পড়া করার পাশাপাশি দেশীয় শিক্ষা দেওয়ার বিষয়ে অবগত আর প্রবাসে দেশীয় শিক্ষার জন্য প্রধান উপকরন হচ্ছে পাঠ্যপুস্তক সংস্করনকৃত বই। তাই তখন প্রয়োজন পরে বইগুলো সংরক্ষন করার। তাদের জন্য আমি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কতৃক অনলাইন এ প্রকাশিত বইগুলোর লিংক দিয়ে দিলাম। যা থেকে যে কেউ বই গুলো ডাউনলোড করে নিতে পারবেন। নিচে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বইগুলো পর্যায়ক্রমে দেওয়া হলো-
প্রথম শ্রেণী
দ্বিতীয় শ্রেণী
আমার বাংলা বই
তৃতীয় শ্রেণী
আমার বাংলা বই
চতুর্থ শ্রেণী
আমার বাংলা বই
পঞ্চম শ্রেণী
আমার বাংলা বই
ষষ্ঠ শ্রেণী
বাংলা ব্যাকরন
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি
সপ্তম শ্রেণী
সপ্তবর্ণা (বাংলা)
অষ্টম শ্রেণী
সাহিত্য কণিকা (বাংলা)