• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি আসতে চান? তাহলে অবশ্যই পড়ুন!!! সতর্কমূলক পোস্ট পার্ট- ১

ByLesar

Dec 21, 2012

Colosseum-Rebuilt

 

 এই পোস্ট এর দ্বিতীয় পর্ব পড়তে এখানে ক্লিক করুণ।

 ইতালি কিভাবে আসা যায় এ নিয়ে অনেকের মনেই রয়েছে নানা রকমের কৌতূহল , আর এই তথ্য জানার জন্য অনেকেই আমাদের কাছে মেইল,কমেন্ট করে নানা রকম প্রশ্ন করে জানতে চাচ্ছে কিভাবে কি করা যায়। আর তাই আপনাদের কথা চিন্তা করেই আমাদের আজকের এই পোস্ট। এখানে আমরা ইতালীতে আসার জন্য যত রকম পদ্ধতি রয়েছে তা নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো যাতে করে আপনারা যারা ইতালি আসতে ইচ্ছুক তাদের সকল কৌতূহল দূর হয়ে যায়।

ইতালীর বর্তমান সমস্যা গুলোঃ

সবার আগেই একটা কথা না বললেই নয়, যে ইতালি এখন আর আগের মতো নেই। বিশ্ব মন্দার প্রভাব ইতালীতেও দেখা যাচ্ছে। তাই ইতালি আসতে পারলেই যে আপনি অনেক কিছু করে ফেলবেন সেই ধারণা সম্পূর্ণ ভুল। ইতালীর বর্তমান অবস্তা এতই খারাপ যে যারা অনেক দিন ধরে ইটালি রয়েছে তারাই খুব কষ্টে জীবন যাপন করছে, আর নতুন যারা তাদের কথা না হয় বাদি দিলাম। বর্তমানে ইতালীতে যে যে সমস্যা গুলো বেশী দেখা যাচ্ছে তার মধ্যে প্রধান ১ম টি হোল এখানে এখন কাজের খুব অভাব… অনেকেই গত ২ বছর ধরে মনপ্রাণ চেষ্টা করেও কোন প্রকার কাজ যোগাড় করতে পারছে না। ২য় টি হোল ইতালিতে একসময় কাজ পাওয়া যেত কিন্তু কাজের লোক পাওয়া যেতোনা  তাই ইতালীয়ানরা যে কোন লোক পেলেই কাজে নিয়ে নিত… কিন্তু বর্তমানে কাজের লোক অনেক বেড়ে যাওয়ায় তারা এখন বাছাই করে লোক নিয়ে থাকে যেমনঃ আপনি কি ইতালীয়ান ভাষা পাড়েন? বা আপনার কি পূর্বে কাজের অভিজ্ঞতা আছে ইত্যাদি ইত্যাদি। এগুলো থাকার পর জানতে চাইবে আপনার ডকুমেন্ট ঠিক আছে তো? আপনি কত দিন ধরে ইতালি থাকেন। এরকম আরো অনেক সমস্যা রয়েছে। তাই আপনি এসবকিছু জানার পর আদৌও ইতালি আসবেন…… না আসবেন না  সেটা ভালো করে চিন্তা করে দেখুন।

 

ইতালীতে লিগেল ভাবে আসার যে যে পদ্ধতি গুল রয়েছেঃ

একসময় ইতালি আসা অনেকের কাছে স্বপ্ন বাস্তবে রুপ নেয়ার মতো ছিল। লাখ লাখ টাকা খরচ করে নানান দেশের বর্ডার পাড়ি দিয়ে জীবনের রিক্স নিয়ে আসতে হোত ইতালীতে। অনেকের ইতালি আসতে গিয়ে নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে। কিন্তু বর্তমানে ইতালীর সরকার লিগেল ভাবে ইতালীতে প্রবেশ করার আইন পাস করার পর এটি খুব সহজ হয়ে গিয়েছে।

ইতালীর আইন অনুযায়ী ইতালীতে আসার পদ্ধতি দুইটি,

১- নরমাল কাজের স্পন্সরের  মাধ্যমে

২- মৌসুমি কাজ বা কৃষি কাজের স্পন্সর্ ।

নরমাল কাজের স্পন্সর্ঃ

নরমাল কাজের স্পন্সর্ বলতে আপনি ইতালি এসে যে কোন কাজ করতে পারবেন যেমনঃ বাসাবাড়ি, রেস্টুরেন্ট, হোটেল, কলকারখানা ইত্যাদি ইত্যাদি। এবং আপনাকে ২ বছরের একটি ওয়ার্ক পারমিট দেওয়া হবে যা প্রতি ২ বছর অন্তঃর অন্তঃর নবায়ন করাতে হবে। এটি করার নিয়মঃ ইতালীর সরকার থেকে নরমাল কাজের স্পন্সরের ঘোষণা দেওয়ায় পরেই এর জন্য অ্যাপ্লাই করা যায়। আর এটি হতে পারে প্রতিবছর  অথবা প্রতি ২-৩ বছর পর পর। ঘোষণা হওয়ার পর কি ভাবে এবং কারা পারবে এর জন্য অ্যাপ্লাই করতে?

নরমাল কাজের স্পন্সর্ ঘোষণা হওয়ার সাথে সাথে সরকারী ভাবে এর নিয়ম কানন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়। প্রতি ঘোষণায় তারা কিছু নিয়ম পরিবর্তন করে থাকে, তবে তেমন বড় কোন পরিবর্তন করে না ।

এটি ঘোষণা হলে যে কোন ইতালীয়ান মালিক অথবা প্রবাসীরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে প্রবাসীদের জন্য তাদের নিজের অবশ্যই দীর্ঘ মেয়াদী ওয়ার্ক পারমিট থাকতে হবে। অ্যাপ্লাই করার জন্য মালিক বা প্রবাসীদের  বাৎসরিক আয় স্পন্সরের শর্ত সাপেক্ষে থাকতে হবে। যেমনঃ স্পন্সরের শর্তে রয়েছে জমা দিতে হলে তার বাৎসরিক আয় ২০ হাজার ইউরো হতে হবে, তো এখানে যদি কারো বাৎসরিক আয় ২০ হাজার ইউরোর নিচে হয় তাহলে সে আবেদন করতে পারবেনা। আবেদন করার জন্য মালিকের ডকুমেন্ট ও যার জন্য আবেদন করবে তার পাসপোর্ট এর বিস্তারিত লাগবে( শুধু পাসপোর্ট এর ফটোকপি )। উক্ত ডকুমেন্ট সংগ্রহ করার পর অনলাইনে এর জন্য ফর্ম পাওয়া যায় সেখানে ফর্ম পূরণ করে রাখতে হবে। উল্লেক্ষঃ স্পন্সর্ ঘোষণা হওয়ার পর থেকে সরকারী সাইট নির্দিষ্ট সময়ের জন্য চালু রাখা হয় যাতে করে জমাদানকারী তাদের ফর্ম পূরণ করে রাখতে পারে। ফর্ম পুরনের ব্যাপারটা আপনাদের আরো ভালো ভাবে বুঝিয়ে দিচ্ছি যেমনঃ স্পন্সর্ ঘোষণা হওয়ার পর থেকে সরকারী একটি অনলাইন সাইট রয়েছে, সেই সাইট নির্দিষ্ট সময়ের জন্য খুলিয়া দেওয়া হয় যেমনঃ ১লা জানুয়ারী থেকে ৩১শে মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, কাজেই ১লা জানুয়ারি থেকে সাইটে নিবন্ধন ও ফর্ম পূরণ করা যাবে এবং ফেব্রুয়ারী মাসের ১ তারিখে সকাল ৮ তার মধ্যে পূরণ করা ফর্ম জমা দেওয়া যাবে (এখানে যেনে রাখা ভালো যে, আপনি ১লা জানুয়ারী  থেকে ৩১শে মার্চ পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন কিন্তু জমা দিতে পারবেন না।) জমা দিতে হবে ১লা ফেব্রুয়ারী ঠিক সকাল ৮ ঘটিকায়। তাই ১লা ফেব্রুয়ারীর দিন ইতালীর সবগুলো ইন্টারনেট ক্যাফে থেকে শুরু করে সবাই যার যার কম্পিউটার নিয়ে ৮ টা বাজার আগে থেকে আপেক্ষা করতে থাকে কখন ৮ টা বাজবে আর সবাই ক্লিক করে পাঠিয়ে দিবে তাদের আবেদন ।কেননা যার আবেদন আগে জমা পড়বে তার ডাক সবার আগে আসবে এবং যার আবেদন দেরিতে পোঁছাবে তার আবেদন বাতিল বলে ঘোষণা করা হবে। তবে আপনি চাইলে এই ফর্ম পূরণ ও আবেদন ৩১শে মার্চ পর্যন্ত করতে পারবেন কিন্তু তা করে কোন লাভ হবে না । কেননা কে কে পাবে তা ১লা ফেব্রুয়ারীতেই নির্ধারণ হয়ে যায়। আবেদন পাঠানোর পর আপনি যদি ভাগ্যবান্ হন তাহলে আপনার বাসায় একটি চিঠি দিয়ে জানানো হবে, উক্ত চিঠিতে জানিয়ে দেওয়া হবে কবে এবং কখন আপনাকে আপনার জমা দেওয়া স্পন্সরের কাগজ বুঝিয়ে দেয়া হবে। স্পন্সার জমা দেওয়া থেকে হাতে পাওয়া পর্যন্ত টোটাল খরচ ১৫ ইউরো  যা বাংলাদেশী টাকায় ১,৫০০ একহাজার পাঁচশত টাকা মাত্র। কিন্তু অনেককেই দেখা যায় এই জমা দেওয়ার জন্য ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার আবার কেউ কেউ লাখ খানিক টাকাও নিয়ে থাকে যারা ইটালি আসবে তাদের কাছ  থেকে। কাজেই এ ব্যাপারে আমার কিছু বলার নাই। এই হোল নরমাল কাজের স্পন্সর্ এর রহস্য।

 

মৌসুমি কাজ বা কৃষি কাজের স্পন্সর্ঃ

মৌসুমি কাজ বা কৃষি কাজের স্পন্সর্ এর জমা দেওয়ার কার্যক্রম পদ্ধতি সম্পূর্ণ  নরমাল কাজের স্পন্সরের মতো সব কিছুই এক। খালি এদের মধ্যে পার্থক্য হলে এই যে , আপনি মৌসুমি কাজের ভিসায় ইতালি আসলে আপনাকে ৬ মাসের একটি ওয়ার্ক পারমিট দেওয়া হবে এবং এটি নবায়ন করা যাবে না ও শর্ত সাপেক্ষে আপনাকে উক্ত ৬ মাস পর আপনার দেশে ফিরে যেতে হবে। অবশ্য আপনি না যেতে চাইলে আপনাকে জোড় করে পাঠানো হবে না! তবে আপনাকে অবৈধ ভাবে থাকতে হবে। আর এই স্পন্সরে এসে আপনি কৃষি কাজ সহ আবাসিক হোটেলে কাজ করতে পারবেন, এই দুটি কাজ ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবেন না। কাজেই এখনো কি করবেন খুব ভালো ভালে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। যদি আপনাদের মনে কোন প্রস্ন থাকে  আমাদেরকে কমেন্টের মাধ্যমে যানাতে পাড়েন। আমরা চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে। আর এই পোস্টটি পারলে আপনার পরিচিতো সবার সাথে শেয়ার করে জানিয়ে দিন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার তথ্য তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজের ভিতর লুকায়িত প্রতিভা, নিজে জানুন এবং অন্যকে জানান ও নিজেকে আবিষ্কার করুণ। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

৩৯ thoughts on “ইতালি আসতে চান? তাহলে অবশ্যই পড়ুন!!! সতর্কমূলক পোস্ট পার্ট- ১”
  1. থাঙ্কস ফর লাইক থিস সাইড. থিস সাইড বিল হেল্প মে ভেরি মাচ. নেস্ট টাইম ই কন্টাক্ট

    1. আমি ঢাকাতে থাকি। আমার প্রশ্ন হল নরমাল কাজে ইটালী যাইতে চাইলে সরাসরি আবেদন করা যাবে কি, কিন্ত আমার লোক নাই ইটালীতে, আমি কি নরমাল কাজের জন্য আবেদন করতে পারব?জানালে খুশি হব। আর নরমাল কাজের ঘোষণা আগামী জানুয়ারী /১৬তে দিবে কি? ধন্যবাদ

  2. biaআমি তো ইতলি জন্য এক দালাল এর কাসে টাকা দিয়াসে এখন কি করব

    1. ভাই জাকির আপনি কোন ভিসা তে আসার জন্য টাকা দিয়েছেন …আমাদের কে সম্পূর্ণ বিস্তারিত জানালে আমরা হয়ত বা আপনাকে কিছু পরামর্শ দিতে পারব….আপনি বর্তমানে এ কোথায় অবস্থান করছেন ,কবে আবেদন করেছেন..সব কিছু জানালে মন্তব্য করতে পারব…

      ধন্যবাদ.

  3. ভাইয়া, আমি আলিয়া মাদরাসা থেকে আলিম পাশ করেছি। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স 1ম বর্ষে ভর্তি হয়েছি। আমি কম্পউটারের কাজ জানি। গ্রাফিক্স ডিজাইনে ভালো অভিজ্ঞতা আছে। আমি কি গ্রাফিক্স ভিসা পেতে পারি? পেলে কিভাবে আবেদন করতে হবে? বেতন কেমন? আর আমার দাড়ি আছে তা কি ইটালিতে সমস্যা হবে। আমি গাড়ি চালাতেও পারি। ড্রাইভিং ভিসায় বেতন কেমন? দয়া করে আমাকে জানাবেন। ক্রতজ্ঞ থাকবো।

    1. পুস্প ,

      ভাই আপনি গ্রাফিক্স ভিসা বলতে কি বুঝাচ্ছেন আমি ঠিক বুঝতে পারিনি.
      আপনার গ্রাফিক্স সম্পর্কে অভিজ্ঞতা আছে জেনে ভালো লাগলো. কিন্তু ভাই এই নাম এ কোনো ভিসা নেই.আপনি ওয়ার্কিং ভিসা তে আসার জন্য আবেদন করতে পারেন. কিন্তু এর জন্য আপনাকে এখানে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে যাদের ওয়ার্কার দরকার.. উল্লেক্ষ্য আপনি যদি গ্রাফিক্স এর উপর কাজ করার জন্য ইতালি তে আসতে চান..আপনার এর উপর পড়াশুনা এবং সার্টিফিকেট থাকতে হবে…….

      ধন্যবাদ..

      ধন্যবাদ

    1. Dear Uzzal ইটালিতে স্টুডেন্টদের জন্য আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে ইটালিতে অবস্থিত সব ভার্সিটির স্টুডেন্টরা মিলে একে অন্যকে সাহায্য করে থাকে। তাই আপনি আমাদের সেই গ্রুপে স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে ইটালীতে পড়াশুনা জাতিও সব ধরনের সাহায্য পাবেন। আমাদের ফেসবুক গ্রুপ এর নাম হোলঃ Bangladesh Alumni & Student Association-Italy(BASAI)আর এড্রেসটি হোল। http://www.facebook.com/groups/BASAIgroup/ ধন্যবাদ।

  4. চমৎকার লেখা। যারা ইতালীতে যেতে চান তাদের কাজে লাগবে। লেখাটা আমরা প্রবাসীপত্র.কম(প্রবাসীদের জন্য একটি বিশেষ অনলাইন পত্রিকা) এ প্রকাশ করতে চাই।আশা করি লেখক অনুমতি দিবেন।
    ধন্যবাদ

    1. ধন্যবাদ আপনাকে। জি আপনি চাইলে আপনার প্রবাসীপত্র.কমে প্রকাশ করকে পাড়বেন তবে লিংক ও চাইলে নিচে এই দুইলাইল লিখলে ভালো হয়( ইতালী সম্পর্কে বিস্তারিত যানতে http://www.amiopari.com ভিজিট করুন এটি ইতালী থেকে পরিচালিত এবং ইতালী সম্পর্কে সব তথ্য পাবেন এতে)।

    1. Dear Dollar ইটালীতে স্টুডেন্টদের জন্য আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে ইটালীতে অবস্থিত সব ভার্সিটির স্টুডেন্টরা মিলে একে অন্যকে সাহায্য করে থাকে। তাই আপনি আমাদের সেই গ্রুপে স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে ইটালীতে পড়াশুনা জাতিও সব ধরনের সাহায্য পাবেন। আমাদের ফেসবুক গ্রুপ এর নাম হোলঃ Bangladesh Alumni & Student Association-Italy(BASAI)আর এড্রেসটি হোল। http://www.facebook.com/groups/BASAIgroup/ ধন্যবাদ। সেখানে আপনি বলবেন যে আপনি আমিওপারি ডট কম থেকে জয়েন করেছেন।আর যদি কোন সমস্যা হয় তো অবশ্যই আমাদের জানাবেন, ধন্যবাদ।

  5. I HAD COMPLETE HON’S & MASTER DEGREE FROM CTG VARSITY
    but i want to go ITALY .
    PLS ADVISE HOW AWAY I WILL GO ITALY.
    APPRECIATE YOUR KIND CO-OPERATION IN THIS REGARDS.

  6. ভাই আপনাদের এই পোস্ট পরে অনেক কিছু জানলাম । সেই জন্য আপনাদের কে জানাই অনেক ধন্যবাদ ! কিন্তু পরতে পরতে মনে ১টা প্রশ্ন এসে গেল , আমি যদি ভিসার জন্য আবেদন করি তাহলে কিভাবে করবো ? ওরা যেই ওয়েবসাইট এ ভিসার ফর্ম ছাড়ে যদি সেই লিঙ্কটা আমাদের সাথে শেয়ার করতেন তাহলে অনেক ভালো হতো ।

    আমার ১টা প্রশ্ন
    এই সাইট-এর এডমিন এর সাথে কিভাবে যোগাযোগ করতে পারি ?
    আমার মেইল এড্রেস : afrabby5@gmail.com

    1. ভাই আরেফিন বাব্বি ইতালিতে যখন কোন লোক আনার জন্য আইন প্রকাশ করে সেখানে আপনি বাংলাদেশ থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পাড়বেন না। এটার নিয়ম হচ্ছে ইতালি প্রবাসীরা ইতালিয়ান মালিক দের দিয়ে এর জন্য আবেদন করতে পারে। কাজেই আপনার এই সুযোগটি গ্রহণ করতে হলে ইতালিতে আপনার পরিচিত কারো সাথে যোগাযোগ করতে হবে। আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমিওপারি সাইটের নিচে যোগাযোগ নামক একটি অপশন রয়েছে সেখানে আপনার বিস্তারিত লিখে জানাতে পারেন। ধন্যবাদ।

  7. ভাই আমি ইটালী যেতে চাই, আপনাদের মাধ্যমে কি আবেদন করতে এবং ভিসা পেতে পারি? hope you will help me. i am now at bangladesh.
    waiting for your soonest reply.

    Imam Hasan

    1. ভাই বর্তমানে বিশ্ব মন্দার কারনে ইতালির সরকার নতুন কোন স্পন্সর দিচ্ছে না। সপ্তাখানেক আগে যদিও একটি স্পন্সর এর ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু সেটা অনেক শর্ত সাপেক্ষে। এবং ওটা দিয়ে বাংলাদেশ থেকে লোক আসতে পারলেও ১০০% এর মধ্যে ১% তাও আবার কাজের দক্ষতা থাকতে হবে। কাজেই ইতালিতে আসার জন্য বর্তমানে তেমন ভালো কোন পথ খোলা নেই। তাই আপাদত আপনি চাইলেও আসতে পাড়বেন না। আর যদি কেউ আপনাকে ইতালি পাঠিয়ে দিবে বা এরকম কোন কথা বলে তাহলে ধরে নিতে হবে সে আপনার সাথে প্রতারণা করছে। ধন্যবাদ

    1. bhai amra visa niye kono kaj korina… amader kaj apnader sothik tottho o poramorsho dewa…. er baire amra kichu kori na…

  8. আমি তো চিন্তায় আছি । নরওয়ে (Student) যাব নাকি ইতালি (worker) । আর নরওয়ের বিশ্ববিদ্যালয় গুলোতে যদি HSC/Class 12 কমপ্লিট করার ২বছর বসে থাকি আর এর পর ভর্তি হতে চাই, তাহলে কি তারা ভর্তি করবে ?
    please সবাই একটু হেল্প করুন ।

  9. আসসালামুআলাইকুম ভাই এক দালাল ইটালির কৃষি কাজের ভিশা দিবে বলে আমার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়াছে 2013 সালে এখন আমি কি করতে পারি

  10. ইউরোপের কোন দেশের ওয়ার্ক পারমিট সহজে পাওয়া যাবে।
    এড়মিন ভাই বিস্তারিত জানালে উপকৃত হবো

  11. সহজে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে এমন দেশের ব্যাপারে কিছু জানাইলে উপকৃত হবো ‍এড়মিন ভাইয়া

  12. ami family visa nulla osta joma dewer jonnu dalal dorsi sei amar appointment date disse na. akhon ki ami abar aplication korte parbo

    .

  13. আমি ইউরোপের যে কোন একটি দেশে অথবা আস্ট্রেলিয়া যেতে চাচ্ছি। আমি বর্তমানে মালেশিয়াতে আছি। ইউরোপের কোন দেশে গেলে ভাল হই। এবং আমি সহজে কম টাকাই কিভাবে যেতে পারি সেই সম্পর্কে আমাকে কিছু বিষয় জানালে উপকার হত।

  14. সহজে ওয়ার্ক ভিসায় যদি কোনো ভাল দেশে যাওয়া যায় সেই সম্পকিত কিছু বললে উপকৃত হতাম এডমিন ভাইয়া।

  15. এখন ইটালি স্টডেন্ট ভিসা চালু আছে। আর চালু থাকলে কত পরবে মোট খরস?

  16. আচ্ছা আমার একটা বিষয় জানা খুবি দরকার আমার এক রিলেটিভ আছে ইতালিতে এবং ওনার দুই বছরের ওয়ার্ক পারমিট আছে এখন সে কি ইচ্ছে কোরলে ওই কাগজ দিয়ে বাংলাদেশে এসে আবার ইতালি যেতে পারবে? একটু জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *