রফিকুল ইসলাম আকাশ যুক্তরাষ্ট্র থেকেঃ ভিন্ন স্বাদ , ভিন্ন আয়োজন আর ভিন্ন আকষর্নে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উদযাপিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী পথ মেলা-২০১৫।বছরধরে নবীন ও প্রবীন সমন্বয়ের নিরলস পরিশ্রমে প্রিয় বাংলার এ এক অদ্ভুত আকষর্ন পথমেলা, চতুর্থ বারের মত আয়োজিত হলো আরলিংটনের পথে ভার্জিনিয়ায়। দেশ বরেন্য স্বনামধন্য খ্যাতিমান শিল্পী রিজিয়া পারভীন, শফিক ঢোলক আর স্থানীয় শিল্পীবৃন্দের সুরের মুর্ছনায় উদ্বেলিত প্রবাসী বাংলাদেশীসহ আমন্ত্রিত চাইনিজ, ইন্ডিয়ান, মংগোলিয়ান, বলিভিয়ান, মেক্সিকান, আমেরিকান অতিথিবৃন্দ। স্থানীয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন অসীম রানা, শাহীন, শাহ ফিরোজ, পুলে বালা, সানজিদাসহ অনেকে।
বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মিউজিশিয়ান সায়েমের মাটি গ্রুপ সাউন্ড সিস্টেমে একের পর এক স্টেজ মাতাতে আসে বাংলাদেশ আমেরিকান ক্রিশ্চিয়ান এসোসিয়েশন, বর্ণমালা শিক্ষাঙ্গন, মৃদঙ্গ, ইছামতি, মাশার্ল আর্ট, মাল্টিকালচারাল গ্রুপ, ওল্ড ডমিনিয়ন ক্লগারস্, ফ্লোয়িং চাইনিজ লিলিস, মঙ্গোলিয়ান ডান্স, বলিভিয়ান ডান্স, মেক্সিকান ডান্স, সুরবাহার ইন্ডিয়ান গ্রুপ ও প্রিয়বাংলা পারফর্মিং গ্রুপ। ঢাকার পোলা- ও ললনা সিনেমাটিক গানে নাহিদ হাসান বৃষ্টির কোরিওগ্রাফিতে নৃত্য ও মডেলিংকরেন বৃষ্টি, ইরা, সাদিয়া, জেরিন, প্রিয়া, জিসান, রকি, ফরহাদ, অনিক ও নাবিদ।
পথমেলায় প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন, বিশেষ অতিথি যশোরের সাংসদ মনিরুল ইসলাম মনি, সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আরলিংটন কাউন্টি বোর্ডের মেম্বর লিব্বী গার্ভে, ইভেন্ট ম্যানেজার ল্যাসলি পেলজার, আরলিংটন কাউন্টি পুলিশ ডিপার্টমেন্টের এসিপিডি লেঃ কেন ডেন্নিস, স্টেট ডিপার্টমেন্টের গিলবার্ট জি মর্টন, ভার্জিনিয়া স্টেট গভর্নর অফিসের কর্নধার জাকি বর্জিনিজি, আরলিংটন ডেমোক্রেট স্টিভ বেকার।
এছাড়াও পথমেলায় প্রধান অতিথি, বিশেষ অতিথিও সম্মানিত অতিথিবৃন্দদের সম্মানসূচক ক্রেষ্ট প্রদান করা হয়।চৌকস ঘোষ ও ভয়েজ অব আমেরিকার ফকির সেলিমের উপস্থাপনায় অনুষ্ঠিতব্য পথমেলার আয়োজকগনের মধ্যে প্রিয়লাল কর্মকার, শিবলী সিরাজ, জীবক বড়ুয়া, ফারহানা হানিফ, প্যাট্রিক গমেজ, রুম্পা বড়ুয়া, আমিরুল ইসলাম রুমি, জাহিদ আহমেদ রাসেল, এনথনি পিউস গমেজ, দামিয়ান এন দিয়াস, খালেদ চৌধুরী, নুপুর চৌধুরী, বানিব্রত ঘোষ, সেলিম আকতার উল্লেখযোগ্য। পথমেলায় মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন, নিউজ-বাংলা, রেডিও বাংলা এডিসি, এখন সময়, বাংলাদেশী, খবর ডট কম, ওয়াশিংটন বাংলা।
প্রবাসী বাংলাদেশীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে পথমেলা প্রাঙ্গনকে এক গ্রামবাংলার প্রতিচ্ছায়া বলেই মনে হচ্ছিল আর হৃদয়মন্দিরে বেজে চলছিল উচ্ছ্বাসভরা সেই গান -মেলায় যাইরে….