• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

নির্ধারিত স্পিডের বেশি গাড়ী চালালে জরিমানার সাথে ডেনিশ সিটিজেনসিপ ব্লক করার প্রস্তাব!

ByLesar

Nov 15, 2014

মোহাম্মাদ ফয়সাল কোপেনহেগেনঃ ছোট্ট দেশ ডেনমার্কে বিদেশীদের বিরুদ্ধে অভিবাসী বিরোধী ডেনিশ সরকার এবং ওদের সহযোগী রাজনৈতিক দলগুলো সকল চেষ্টা করে যাচ্ছে কিভাবে বিদেশীদের এ দেশ থেকে বের করে দেয়া যায় অথবা অন্যভাবে বলা যায় ডেনিশ সরকারের বড় একটা অংশ চেষ্টা করছে এমন সব আইন কানুন আরোপ করা যাতে বিদেশীরা বিরক্ত হয়ে ডেনমার্ক ছেড়ে অন্য কোথাও চলে যায়- তেমনি একটা আইনের প্রস্তাব করা হল যাকে বলা হচ্ছে গাড়ীর স্পিড ল!

উক্ত আইনে প্রস্তাব করা হয়েছে যে নির্ধারিত মাত্রার অতিরিক্ত স্পিডে কোন বিদেশী গাড়ী চালালে তার লাইসেন্স কেড়ে নিয়ে সাথে মোটা অংকের অর্থ জরিমানাই যথেস্ট হবে না, সাথে ডেনমার্কের নাগরিকত্ব যাতে না পেতে পারে অন্তত কয়েক বছরের জন্য ঐ বিদেশীর নাগরিকত্ব ব্লক করে রাখা বা ঝুলিয়ে রাখার অদ্ভুত প্রস্তাব!প্রস্তাবে আরও বলা হয়, কেউ যদি কোন ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে এবং ৩০০০ ডেনিশ ক্রোনার জরিমানা করা হয় তাহলে তার ডেনিশ সিটিজেনশিপ ৩ বছরের জন্য স্থগিত করা এবং এক্ষেত্রে কেউ যদি গাড়ীর নির্ধারিত স্পিড মাত্রা থেকে ৫০-৫৯ ভাগ জোরে গাড়ী চালায় তাহলে তাকে উক্ত জরিমানার আওতায় আনা হবে এবং যতবার যে আইন ভঙ্গ করবে প্রতিবারই ৩ বছরের জন্য ডেনিশ সিটিজেনশিপ আবেদন ব্লক করে রাখা হবে!

সূত্রঃ ডেনিশ পত্রিকা Politiken

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *