• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ডেনমার্কে রাজনৈতিক প্রার্থীর সংখ্যার নতুন রেকর্ড!

ByLesar

Sep 28, 2014

মোহাম্মাদ ফয়সাল কোপেনহেগেনঃ তুলনামূলকভাবে ইউরোপের অনেক দেশের তুলনায় ডেনমার্কের ইমিগ্রেশন আইন বেশ কঠিন হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সময়ে ডেনমার্কে ক্রমাগত রাজনৈতিক প্রার্থীর সংখ্যার বাড়তে থাকায় সরকারের সমালোচনা অব্যহত রেখেছে অভিবাসীদের আতঙ্ক ডেনিশ ফলকে পার্টি।

ডেনিশ ফলকে পার্টির অভিবাসন সংক্রান্ত পার্লামেন্ট কমিটির মুখপাত্র মাটিন হেনরিকসেন মিডিয়াকে ক্ষোভের সাথে জানান, ডেনিশ ফলকে পার্টি বুঝতে পারছে না কেন ডেনমার্ককে ইউরোপের অভিবাসন কোটার মাধ্যমে এক বিশাল অংশের অভিবাসীকে গ্রহণ করতে হচ্ছে- যেটি হেনরিকসনের মতে অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, ডেনমার্কে আশ্রয়প্রাপ্ত অধিকাংশ অভিবাসীই ইউ অভিবাসী কোটার আওতায় এ দেশে থাকার পারমিশন পেয়ে থাকে। ডেনমার্কের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, জানুয়ারি ১, ২০১৪ থেকে আগস্ট ৩১, ২০১৪ সাল পর্যন্ত ডেনমার্কে প্রায় ৭৯০০ জন রাজনৈতিক আশ্রয়প্রার্থীর আগমন ঘটেছে যার উল্লেখ্যযোগ্য অংশই হচ্ছে যুদ্ধ চলাকালীন সিরিয়া এবং ইরাক থেকে। শুধুমাত্র গত মাসে ডেনমার্কে ২২৮৭ জন ডেনমার্কে রাজনৈতিক আশ্রয় চেয়েছে যা গত সাড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।

রাজনৈতিক আশ্রয়প্রার্থীর বর্তমান সংখ্যা অব্যহত থাকলে বছর শেষে এ সংখ্যা দাঁড়াবে কমপক্ষে ১৪০০০ জনে যা ২০১৩ সালের দ্বিগুণ হবে বলে জানা গেছে।

যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *