প্যারিসের ক্যেটসীমা থেকে এম এ হাশেমঃ প্রিয়জনের মুখে হাঁসি ফুটাতে উন্নত জীবনের আশায় মানুষ দেশ ত্যাগ করে প্রবাসে আসে, তাদের কেউ সফল হন আবার কেউ স্বপ্ন আর বাস্তবের ফারাক দেখে নীরবে অশ্রুজলে মিলিয়ে যান। সুমন দাস দারীপুর জেলার মৃত গৌরাঙ্গ দাস এর ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে সমাজ বিজ্ঞানে মাষ্টার্স শেষ করেন। কয়েক বছর বিভিন্ন কম্পানিতে কাজ করে ভাগ্যের তাড়ায় ২০১০ সালে পারি জমান ইউরোপের দেশ আইসল্যান্ডে। এর পর গত বছর প্যারিসে এসে ফ্রান্স সরকারের কাছে আশ্রয়ের আবেদন করে বিশ্ববিদ্যালয় জীবনের এক সহপাঠীর বাসায় বসবাস করছিলেন। সুমন দাসের ফ্রান্সে থাকার আবেদন প্রাথমিক ভাবে প্রত্যাখ্যান হলে তিনি উচ্চ আদালতে আপিল করেন। গত ২৮শে জুলাই ভোর রাতে প্যারিসের ক্যেটসীমায় ৫ তলা ভবনের জানালা দিয়ে সুমন দাস লাফিতে আত্মহত্যা করেন বলে ধারণা করা যাচ্ছে। বিস্তারিত দেখুন নিচের ভিডিওঃ
দেশের যুবক ভাইদের প্রসঙ্গে কিছু কথা। অনেকেই দেশ থেকে মনে করেন ইউরোপ তথা ইতালি, ফ্রান্স অথবা এর পার্শ্ববর্তি কোন একটি দেশে যেতে পারলেই তার ভাগ্য খুলে যাবে। আসলে এটা এক সময় সত্য হলেও বর্তমানে ইতালি, ফ্রান্স ইত্যাদি দেশ গুলোর আর্থিক অবস্থা অনেক খারাপ, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব এই দেশগুলোতে ব্যাপক ভাবে প্রভাব ফেলেছে। আর ফ্রান্স ও ইতালিতে আমাদের অনেক প্রবাসী ভায়েরা লিগ্যাল ডকুমেন্ট থাকা সত্ত্বেও মাসের পর মাস বেকার, অনেকে বাধ্য হয়ে দেশ থেকে টাকা এনে কোনোরকম দিন কাটাচ্ছেন। কিন্তু এতো কিছু জেনেও কিছু সংখ্যক দালাক চক্র নিজের লাভের জন্য দেশের এই সব বেকার যুবকদের নানা ধরনের লোভ দেখিয়ে তাদের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। আর তাই আপনাদের কাছে ইউরোপের বাস্তব চিত্র গুলো তুলে ধরার জন্য আমাদের এই আমিওপারি ডট কম এর আবির্ভাব। আমাদের প্রধান লক্ষ্য আপনাদের কাছে ইউরোপের বাস্তব ও যদি কেউ এখানে আসতে চান তাহলে কিভাবে কি করবেন? কোন পথে এগোলে ভালো হবে? বা এখানে নতুন এসে কিভাবে কি করবেন তার সব তথ্য তুলে ধরা। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, এই দালাল চক্রের কারনে ইতালির সরকার তাদের কোটা থেকে গত দুইবছর ধরে বাংলাদেশের জব ভিসা বাতিল করে দিয়েছে, বাংলাদেশ এখন ব্লাকলিস্তেড। কাজেই এখন কোন জব ভিসায় আপনি ইতালি আসতে পারবেন না, কাজেই যদি কেউ আপনাদের এরকম কথা বলে তাহলে আপনার বুঝতে হবে সে আপনার সাথে প্রতারণা করছে। কাজেই সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের মাধ্যমে তাদের দেয়া তথ্যের বিস্তারিত সত্য মিথ্যা যাচাই করিয়ে নিতে পারবেন। কারন আমরা চাইনা আপনারা এই দালাল চক্রের ফাঁদে পরে এখানে এসে অবশেষে ”সুমন দাস” এর মতো কিছু করেন।
উল্লেখ্য আমাদের টিম সমগ্র ইউরোপ জুড়ে বিস্তার করছে,আপনারা যারা ইউরোপে রয়েছেন বা দেশ থেকে ইউরোপের যেকোনো দেশের যেকোনো বিষয়ে জানতে চান তারা আমাদের সাথে ইমেইলে অথবা ফোনে অথবা যারা ইতালি রয়েছে তারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন।
আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা বাঁ ফোন নাম্বার জানতে এখানে ক্লিক করুন।
I would like to thanks for your information page.