প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আপনারা অনেকেই এর মধ্যে আমাদের কার্যক্রম সম্পর্কে জেনে থাকবেন। তাই আর উক্ত প্রতিষ্ঠানটির সম্পর্কে আপনাদের পুনরায় দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন নাই। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এতদিন আপনাদের অনলাইন সেবা দেওয়ার সাথে সাথে আমিওপারি টিম এখন থেকে সরাসরি আপনাদের প্রবাস জীবনের যে কোন সমস্যার সমাধান সহ সকল প্রকার সেবা দিয়ে যাবে। আর তাই আপনাদের জন্য ইতালির রোমে পিয়াজ্জা ভিত্তরিও সংলগ্নে আমাদের প্রথম অফিস/প্রতিষ্ঠান নেওয়া হয়েছে। যেখানে আপনারা সরাসরি আমদের সাথে আপনাদের সমস্যা নিয়ে আলাপনা ও সমাধান পেতে পারবেন। তাহলে বন্ধুরা আসুন এক নজরে দেখে নেই আমাদের সেবা সমূহ গুলো। আমরা নীচের সেবাগুলো প্রতিনিয়ত দৈনন্দিন দিয়ে যাচ্ছি ।
আমাদের ইম্মিগ্রেসন ও ডকুমেন্ট সংক্রান্ত সেবা সমুহঃ
১) নিখুঁত ও গ্রহণযোগ্য ভাবে যে কোন PERMESSO DI SOGGIORNO এর ‘কিট’ পূরণ করা ।
২) কদিচে ফিসকালে / তেসসেরা সানিতারিয়া বানানো ।
৩) ফ্যামিলি ভিসার জন্য আবেদন। এবং এ সংক্রান্ত সকল সমস্যার সমাধান।
৪) চিত্তাদিনানসার (CITTADINANZA) আবেদন ।
৫) PREFETTURA থেকে CONTRACT নিয়ে দেওয়া ।
৬) কামেরা দি কমেরছিও তৈরি করা ।
৭) ৭৩০ বানানো /আই এস ই ই / আর ই ডি / আই এম ইউ
৮) রেদিত্ত বের করা ।
৯) বুস্তা পাগা (CUD)
১০) মালিকের সাথে অথবা পেনশন নিয়ে অথবা কাজে দুর্ঘটনা নিয়ে অথবা কলফ বাদান্তে (COLF BADANTE) এর সমস্যার সমাধান।
১১) কাজের স্থান / বাসা এর যে কোন ধরনের সমস্যার সমাধান।
১২) গাড়ী / রাস্তার যে কোন দুর্ঘটনা সংক্রান্ত সমস্যার সমাধান।
১২) PARTITA IVA / ALICENZA / CAMERA DI COMMERCIO
১৩) ব্যবসা সংক্রান্ত / বাসা ও দোকানের যাবতীয় CONTRATTO DI AFFITTO
১৪) PENSIONI / ANMENTI DI PENSIONE / CONTRIBUZIONE / IMMIGRAZIONE / C.A.F./ UGL সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান ।
১৫) নুল্লা অস্তা (NULLA OSTA) উঠানোর ব্যাপারে যাবতীয় সহায়তা ।
১৬) ইতালিয়ান ভাষা সার্টিফিকেট এর সহযোগিতা ।
১৭) পুরনো SANATORIA এর যাবতীয় সমস্যার সমাধান ।
১৮) অন লাইন এ INPS, ENEL ইত্যাদির চুক্তি (CONTRACT) বাতিল করা ।
১৯) ইংল্যান্ড / আমেরিকা / কানাডার জন্য ‘অন লাইন এ’ অত্যন্ত দক্ষতার সাথে ভিসা আবেদন করা হয়।
এছাড়াও আমাদের অন্যান্য সেবা সমুহঃ
১) ইতালিতে ও ইউরোপে আমাদের মাধ্যমে খুব দ্রুত আপনার ব্যবসা/ প্রতিষ্ঠানের ব্যাপক প্রচারণা
২) আপনার আইফোন/ আইপ্যাড এর যেকোনো সমস্যার সমাধান সহ স্বল্প মূল্যে নতুন ও ব্যবহৃত আইফোন/ আইপ্যাড ক্রয় বিক্রয়। সাথে যেকোনো প্রোগ্রাম বা অ্যাপ ইন্সটল করা।
২) আপনার এন্ড্রয়েড চালিত স্মার্ট ফোন এর যেকোনো সমস্যার সমাধান সহ স্বল্প মূল্যে নতুন ও ব্যবহৃত স্মার্ট ফোন ক্রয় সাথে আপনার চাহিদা মতো যেকোনো প্রোগ্রাম ইন্সটল করা।
৩) আপনার কম্পিউটার ও ইন্টারনেট সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান এবং স্বল্প মূল্যে নতুন ও ব্যবহৃত কম্পিউটার/ল্যাপটপ ক্রয়। সাথে আপনার চাহিদা মতো যেকোনো প্রোগ্রাম ইন্সটল করা।
৪) আপনার প্রতিষ্ঠানের জন্য স্বল্প মূল্যে ওয়েব সাইট বানানো।
৫) প্রবাসে আপনাদের দ্বারা পরিচালিত যেকোনো অনুষ্ঠানের ব্যানার,পোস্টার সহ বিভিন্ন প্রিন্ট সংক্রান্ত বিষয়ে ডিজাইন ও প্রিন্ট করা।
এরকম আরো অনেক বিষয় রয়েছে যা আপনারা সরাসরি আমাদের অফিসে এসে বিস্তারিত জানতে পারবেন।
স্থানঃ Piazza Dante, 14
cap:00185 Rome, italy ( Piazza Vittorio )
AMIOPARI…. SOLUTION SERVICE
মোবাইলঃ +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ Wind
মোবাইলঃ +৩৯ ৩৫১১০৬২১৫৬ Lyca
মোবাইলঃ +৩৯ ৩২৮২০২১৪৯৪ Wind
টেলিফোনেঃ +৩৯ ০৬৩১০৫৮১৯৪
Ami ekta dokan kinte chay apnader karou zana mote kono
Dokan bikri hoile amake zanan dua kore dunno baath
আপনি এই বিষয় নিয়ে আমাদের সাইটে ফ্রী বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন। যার মাধ্যমে ইতালির রোম ও ইতালি বাসির সবাই আপনার এই বিজ্ঞাপনটি দেখতে পারবেন। এবং আমিওপারিতে বিজ্ঞাপন প্রকাশ করা অনেক সহজ। কিভাবে বিজ্ঞাপন দিবেন তার সম্পর্কে আমাদের একটি লেখা রয়েছে এখানে সেই লিঙ্কটি দিয়ে দেওয়া হল। আপনি এই লিঙ্কে ক্লিক করুন http://amiopari.com/6848/ ওখানে সব বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।
সুধ মুক্ত লোণের নেওয়ার কোন উপায় আছে কি জানা প্রয়োজন , কারণ আমি মাজে মধে ভীষণ বিপদে কিন্তু সুদের কথা চিন্তা করে লন নেই না
Ami driveing ar bangla boi ta kivabe pete pari?? Ami thaki varese ar cardano al campo te.
ভাই জান অনেক চেষ্টা করে পারলাম না জন্মনিবন্দন করিতে পরব্রতি তে জেতে পারলাল্ম না
পরবর্তীতে যেতে না পারলে? এই ক্ষেত্রে আপনাকে সরাসরি দূতাবাস গিয়ে করিয়ে নিতে হবে। ধন্যবাদ।
আসসালামুয়ালাইকুম:-
Digital Passport সম্পর্কে জানতে চাই প্লিজ দয়াকরে বলবেন :
আমি বাংলাদেশে Digital Passport বানাইছি, ইতালি আসার ২ বসর পরে passport বানাইছি তার ফলে আমার একটা ভুল হোয়ে গেছে .., আমার জন্ম তারিখ ভুল হোইছে ….. আর এখানে ছোট নাম দেওয়ার জন্ন্যে change কোরেছি … এখন আমি কি করতে পারি … প্লিজ হেল্প করেন …..
আসসালামুয়ালাইকুম
ডিয়ার পলাশঃ যদিও আপনি বাংলায় লিখে আমাদের কাছে কিছু প্রশ্ন করেছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা কেন এখানে যারা পাঠক রয়েছে তারাও মনে হয় না বুঝতে পারবে আপনি আসলে কি জানতে ছেয়েছেন। কাজেই দয়া করে ভালো করে আমাদেরকে আপনার প্রশ্নটি লিখে পাঠান। তাহলে আমরা আপনার উত্তর দিতে পারবো।
Hii I am Ibrahim. I live in Bangladesh. can I apply Italy work permit visa?
Hii I am Ibrahim. I live in Bangladesh. can I apply Italy work permit visa?my number +8801833607790
Hello Ibrahim.
Must be you can apply for italian visa but your need to contact this address for all kinds of information so please browse that web site:
(01) http://www.vfsglobal-it-bd.com/general_information.html
(02) http://www.bcgmilan.com/visa/
I hope you will success
Meizanurrahman 😀
ভাই আমি সেনজেন ভিসা নিতে চাই বর্তমানে কোন দেশে ভিসা সহজে পাওয়া যাবে। যদি কোন পরার্মশ দিতেন তাহাহলে অনেক উপকার হত। বর্তমানে আমি সিংগাপুরসহ ছয় দেশে বিজিট করছি আমার পরিবারসহ ভাই কোন সহযোগিতা করতে পারলে যোগাযোগ করবেন আমর মোবাইল +৮৮০১৭১৫৫৯৮৩১৪, ই-মেইল- somorrezasomor@gmail.com
Dear,
Assalamualaikum, I am shafik from Dhaka.Hopefully i am very pleased about your publications amiopari.com. its full of information about various types of European visas. There have any sponsor type visa. My relative are living there for seven years also got in unlimited residence permit. Now can he apply for family visa?
সালাম নিবেন।আমার চাচাতো ভাইদের বাবা ইতালিত আছে।ওরা ফ্যামেলী ভিসার জন্য আবেদন কেরছে ।তিন মাস হয়ে গেছে।But এখনো কোন খবর নাই।কি করা যায়?
Amr bhaia kisu din age sehengen visay france gesen ..akhon oni ki kore work permit visa pate paren ? Plz ans diben
bai ame sunche j September italyr o boiduh der k boidho kora hoibo
kora hoibo ay news ta ki sotti? r kobe nagad boidho kora hoibo. doyaa amake.k ki ektu janaben plz. bai.
bhai, italy te family visar jonnno j documents dea hoy, tate yearly income a vul dea hoyeche …. mane yearly income kom dekhano hoyece.jar jonno documents niye onek problem face korte hocche …..akhon okhane embassy theke nulla osta ditesena….please bhai amake ektu help koren….