নাম রতন থাকত আরব আমিরাত,সেই ৮বছর থেকে বিয়ে করেছে ৬ বছর হল। ২ বার দেশে গিয়ে বৌ কে দেখেছে, তাও ৩ মাসের জন্য। একজন পুরুষ ও একজন মহিলার গভীর সম্পর্কে এই ৩ মাস কিছুই নয়। আপনি বিয়ের আগে হাজার বছর থাকলেও কষ্ট হবেনা। কিন্তু বিয়ের পর ১দিন যেন লাখো বছরের সমতুল্য…তবে দিনের পর দিন নিজের লুকায়িত কষ্টে অনেকে পাথর হয়ে যায় হয়তো প্রকাশ করা যায়না মানুষের ভিড়ে… আর সেই প্রবাস নিজের সংসার বলেই জীবনের সব মূল্যবান সময় নষ্ট করছে।[sociallocker id=”13828″]কিন্তু শেষ সময়ে এসে যদি আপন মানুষ গুলো বৌয়ের উপর দোষ দিয়ে
সকল ভালবাসাকে লাথি মেরে দূরে সরে যায়, সেই কষ্ট কাউকে দেখানো যায়?
একটি বার ও কি ভাবল না, তার জীবন যৌবন সব তো আমাদের জন্যই বিলিন করলো। কি পেলো সে? কে ভাবে কার কথা…যেমন ছিল সেই ছোট্ট জীবনে কষ্ট, ঠিক তেমনি গায়ে কালিমা লাগিয়ে দীক্ষার নিয়ে আগের পজিসনে পিরে আসলো। আর যাদের মানুষ করে দেশে পড়ালেখা শিখিয়েছে, তারা আজ ভালো চাকরি করে সংসার নিয়ে কেউ ঢাকা কেউ বিদেশ ফ্যামিলি নিয়ে আয়েসি জীবন পার করছে! আর আমি সেই দুঃখ কষ্ট নিয়ে জীবনের সুখ না পাওয়ার বেদনা নিয়ে রাস্তায় কাঁদি একা একা…
এই কি জীবন আমার?
আমি কি এতই স্বার্থপর ছিলাম?
আমি কি সত্যি খারাপ?
আমি মরলে তোমরা খুশি?
আজকে উত্তর পাওয়ার যোগ্যতা আমার নেই, তাই আমি হচ্ছি নিঃশেষ!!
আমার অজানা দুঃখ আমার অজানা কষ্ট নিজের বুকেই রয়ে গেলো।
আর সেই দুঃখে আমার ঘরে আসা প্রান লক্ষি মরে গেলো।
আমি রয়ে গেলাম একা
কেউ রইলো না আমার পাশে!!!
ভালো থাকিস তোরা হেই পৃথিবী!!
[/sociallocker]