• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি থেকে চির বিদায় নিচ্ছে ১ সেন্ট ও ২ সেন্ট এর মুদ্রা

ByLesar

Apr 29, 2014

ইতালির Camera dei Deputati ১ সেন্ট ও ২ সেন্ট স্তগিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে। এর কারন হিসেবে তারা জানায় যে এটির উৎপাদন মূল্য অনেক বেশি অন্যদিকে এই ১ সেন্ট ও দুই সেন্ট সেই পরিমান ব্যাবহার করা হয় না। এ নিয়ে ইতালির  কামেরা দেই ডেপুটিতে এক আলোচনায় তারা বলেন ২০০২ থেকে আজ পর্যন্ত ৫,১ বিলিয়ন monete বা মুদ্রা উৎপাদন করা হলেও এর যথার্থ ব্যবহার করা হচ্ছে না। অন্যদিকে শুধু মাত্র ২০১৩ সালের মধ্যে প্রায় ২১ মিলিয়ন ইউরোর মতো ব্যয় করা হয় এই ১ সেন্ট ও দুই সেন্ট মুদ্রা নির্মাণে। ইতালিতে একটি জরিপে দেখা গেছে এই ১ সেন্ট ও দুই সেন্ট কোন অটোমেশিনে ব্যবহার করা হয় না এবং বিভিন্ন ক্ষেত্রেও এর ব্যবহার করা হয় না বললেই চলে। আর এ সব কিছু মিলিয়ে তারা এই সিন্ধান্তে পৌছতে বাধ্য হচ্ছে যে, এখন থেকে আর ইতালিতে নতুন কোন ১ সেন্ট ও দুই সেন্ট এর মুদ্রা উৎপাদন করা হবে না।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *