• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জীবন বাঁচাতে বুলেটের ক্ষত থেকে রক্তক্ষরন বন্ধ করতে অভিনব পদ্ধতি

Byadilzaman

Feb 20, 2014

যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের অনেকেই মারা যায় অতিরিক্ত রক্তক্ষরনের ফলে। রক্তক্ষরন বন্ধে বর্তমানে ব্যবহৃত পদ্ধতি যতেস্ট সনাতন এবং খুব একটা কার্যকর নয়। আর তাই দীর্ঘদিনের গবেষনার পর বুলেটের ক্ষত থেকে রক্ত বন্ধ করার এক অভিনব পদ্ধতি আবিস্কার করেছেন গবেষকরা আর এই পদ্ধতিতে মাত্র ১৫ সেকেন্ডে বড় ধরনের ক্ষত থেকে রক্ত বন্ধ করা সম্ভব।নতুন এই পদ্ধতিতে ব্যবহার করা হবে সয়ংক্রিয়ভাবে বৃদ্ধিপ্রাপ্ত মেডিক্যাল স্পঞ্জ। যদিও এর আগে ফোম স্প্রে করে রক্ত বন্ধ করার একটি প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন তারা তবে সেটি সফলকাম হয়নি। রক্তের বেগ যথেস্ট বেশি থাকার কারনে স্প্রে করা ফোমের স্থায়িত্ব রক্ষা করা সম্ভব হোত না। এ ব্যপারে একজন গবেষক বলেন,

“That’s what we pictured as the perfect solution: something you could spray in, it would expand, and bleeding stops. But we found that blood pressure is so high, blood would wash the foam right out.”

আর তাই ফোমের বদলে এবার তারা বেছে নিয়েছেন স্পঞ্জ। এই বিশেষভাবে তৈরি এই ফোম ক্ষতস্থানে দিলে সেটি নিজে নিজেই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্থানটি ভরিয়ে দিবে যার ফলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।বিভিন্ন আকৃতির ক্ষতস্থানের কথা মাথায় রেখে ৩০ মিলিমিটার এবং ১২ মিলিমিটার আকৃতির স্পঞ্জ তৈরি করা হয়েছে। নতুন এই উদ্ভাবনটি যুদ্ধক্ষেত্রে অনেক সৈনিক এর প্রান বাঁচাবে বলে তারা আশা করছেন।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *