যুবরাজ শাহাদাত: প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আমাদের কাছে অনেক ভাইরা ইউরোপের Living Expenses এর ব্যপারে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই পোষ্ট। আসলে Living cost কান্ট্রি টু কান্ট্রি এর উপর নির্ভর করে। যাই হোক সকলের জানার সুবিধার্তে আমি ইউরোপের থাকা খাওয়ার বেপারে কত টাকা হতে পারে তার একটা সংক্ষিপ্ত তথ্য তুলে ধরলাম। যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডরমিটরে থাকে তাদের ক্ষেত্রে হিসাব তা একটু ভিন্ন। যাই হোক সব ইউনিভার্সিটি এর অধীনে অনেকে সময় খালি সিট পাওয়া যায়না। তাই অনেকের প্রাইভেট বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। এক নজরে দেখে নিন কোন দেশে কি রকম খরচ লাগবে।
সুইজারল্যান্ড ও নরওয়ে এর ক্ষেত্রে # প্রত্যেক মাসে টোটাল ৫০০-৬০০ ইউরো খরচ হবে (থাকা খাওয়া + বাসা ভাড়া + খাবার +ট্রান্সপোর্ট ) তবে কেউ যদি ধুমপান কিংবা পানশালায় যাওয়ার অভবাস থাকে তার ক্ষেত্রে এই হিসাব তা দিগুন হতে পারে .
জার্মানি ও ফিনল্যাণ্ড এর ক্ষেত্রে # ৩০০-৪৫০ ইউরো সব কিছু মিলিয়ে ।
ডেনমার্ক সুইডেন এর ক্ষেত্রে #৪০০-৫০০ ইউরো প্রত্যেক মাসে ।
ফ্রান্স + বেলজিয়াম +নেদারল্যান্ড এর ক্ষেত্রে # ৩৫০-৪৫০ ইউরো।
স্পেন ও পর্তুগালের ক্ষেত্রে # ২৫০-৩০০ ইউরো (অনেক ভালো ভাবে থাকা খাওয়া যায় )
ইতালির ও অস্ট্রিয়া এর ক্ষেত্রে# ২৫০ -৩৫০ ইউরো ( ইতালিতে একটু কম আর অস্ট্রিয়া তে বেশি
হতে পারে )
তাছাড়া আরো বাকি যেই দেশ গুলো আছে মোটামুটি হিসাবটা একই রকম হয়। যেমন পোল্যান্ড লিথুয়ানিয়া , লাটভিয়া , এস্তোনিয়া , স্লোভাকিয়া , স্লোভেনিয়া হাঙ্গেরি ইত্যাদি দেশ সমূহে প্রত্যেক মাসে ১৮০ থেকে সবোচ্চ ২৫০ ইউরো পর্যন্ত খরচ হয়। আর মানুষ ভেদে খরচটা কম বেশি হয়ে থাকে। যারা একটু ফ্যাশন সচেতন তাদের ক্ষেত্রে একটু বেশি হতে পারে কিংবা আগেও বলা হয়েছে যাদের ধুপানের অভ্যাস আছে আর পানশালায় যান তাদের জন্য হিসাবের চেয়ে অনেক বেশি টাকা খরচ হবে। ইউরোপে সিগারেটের দাম অনেক অনেক বেশি যেটা যারা ইউরোপে ধুমপান করে তারা বুঝবে। এখানে আপনারদের প্রাথমিক একটা ধারণা দেয়ার জন্য বিষয় গুলো তুলে ধরা হল। কেননা অনেকের এই বিষয়ে জানতে চেয়েছিলেন তাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]