মীম, আস্ট্রেলিয়া প্রবাসীঃআমি আস্ট্রেলিয়া প্রবাসী আজ প্রায় ৭/৮ বছর হলো। প্রথম এখানে আসবার পর আমাকে অনেক কিছু শিখতে হয়েছে। আসলে দেশের বাইরে এটাই আমার প্রথম কোথাও আসা। adjust করতে বেশ সম্ভাবনার সম্মুখীন হতে হয়েছে। এর মধ্যে একটু বলি, আমার একদমই হাঁটার অভ্যাস ছিলো না। দেশে যেমন রিক্সা সিএনজি নয়তো গাড়ি নিত্যদিনের সাথী, এখানে প্রথম এসে পাবলিক ট্রান্সপোর্টে ঘোরাঘুরি রীতিমতো চ্যালেঞ্জিং ছিলো। অন্তত আমার জন্যে।
প্রথম দু বছর এতো হেঁটেছি যে এখন যদি কেউ আমাকে বলে বাংলাদেশটা একবার পায়ে হেটে ঘুরে আসতে হবে আমি দ্বিতীয়বার না ভেবেই রাজি হয়ে যাবো। আবার গাড়ি কিনবার পরও কিন্তু সম্ভাবনা পিছু ছাড়ে নি। আমরা দেশে যেখানে সেখানে গাড়ি পার্ক করে রাখতে অভ্যস্ত। এখানে কিন্তু তেমনটা নয় একেবারেই। কাউন্সিল থেকে পার্কিং দেখাশুনা করা হয়। যেখানে যেমন সাইন ২ ঘন্টা/ ১/২ ঘন্টা/ ১ ঘন্টা সেভাবেই পার্ক করতে হবে। কাউন্সিলের লোক এসে ঘন্টায় ঘন্টায় চেক করে। আমি যে কত ফাইন খেয়েছি তার ইয়াত্তা নাই। সিট বেল্ট না পরবার জন্যে ১৫০ ডলার ফাইন হলো ২০১০ এ একবার। আমার লাইসেন্সের ১ পয়েন্টও কেটে গিয়েছিলো।
যাই হোক যারা ভাবছেন আস্ট্রেলিয়া আসবার কথা তাদের জন্যেই আমার ক্ষুদ্র এই প্রচেষ্টা।
প্রথমেই আসি এখানে এসে কি কি জিনিস জানা জরুরি:
পি আর বা পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে যারা আসবেন এমকি শিক্ষার্থীরাও (কাজ করতে এটা দরকার) এখানে এসেই
১- ট্যাক্স ফাইল নাম্বার এর জন্যে এপ্লাই করতে হবে www.ato.gov.au
২- মেডিকেয়ার ( এখানে স্বাস্থ্য সেবার জন্যে সরকার হেল্প করে ) এর জন্যে এপ্লাই করতে হবে www.medicareaustralia.gov.au
৩- ব্যাংক একাউন্ট ওপেন করতে হবে। www.bankers.asn.au
এর পর ছোট খাট কিছু কাজ থাকে যেমন
• সেন্টার লিংক এর সাথে রেজিস্ট্রেশন ( এটা সোশ্যাল সিকিওরিটি পেমেন্ট এর সরকারি এজেন্সি ) www.centrelink.gov.au
• এখানে প্রথম এসে ইংলিশ ক্লাশ করবার সুযোগ রয়েছে শুধু মাত্র মাইগ্রেন্টদের জন্যে। এটাকে এডাল্ট মাইগ্রেন্ট ইংলিশ সার্ভিস বলে।
www.immi.gov.au/amep
• এবার নিতে হবে ড্রাইভিং লাইসেন্স। আসলে গাড়ি না থাকলেও এটার একটা মুল্য আছে। সেটা হলো এখানে আই ডি হিসেবে পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স প্রায় সব খানেই দরকার পড়ে। তাই লাইসেন্স টা থাকলে সবসময় পাসপোর্ট নিয়ে না ঘুরলেও চলে।
• এমারজেন্সি সার্ভিসের জন্যে ০০০ ডায়াল করতে হয়। এটাতে পুলিশ/এম্বুলেন্স/ফায়ার সার্ভিস রয়েছে।
• বাচ্চা থাকলে স্কুলে ভর্তি করাতে হবে।
এই পুরো জিনিস গুলি নিচের লিংক এ পাওয়া যাবে।
http://www.immi.gov.au/
এছাড়া ভিসা সংক্রান্ত যে কোন বিষয়ে নিচের লিংক এ দেখতে পারেন
http://www.immi.gov.au/
যারা স্টুডেন্ট হিসেবে এখানে আসতে আগ্রহি তাদের জন্যে কিছু লিস্ট দিলাম নিচেঃ
1) Link for Online Application to the University of Melbourne:
http://
2) Link to Endeavour Postgraduate Award Scholarship:
http://www.deewr.gov.au/
3) Link to ausaid
http://www.ausaid.gov.au/
4)Link to ALA scholarship
http://www.scholars4dev.com/
[it is very very important to download and read the application guideline on this page thoroughly.]
সংক্ষেপে বলছি কি করতে হবে:
Step1: যেকোনো Australian University তে এপ্লাই করে একটা অফার লেটার নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এবং এটা online scholarship application এর সাথে আপলোড করতে প্রয়োজন হবে. অফার লেটারের জন্যে অপেক্ষায় না থেকে এপ্লিকেশনটা ফিলাপ করে ফেলা ভালো কারণ এতে সময় কিছুটা বাঁচবে।
Step2: সব কিছু সাবমিট করে মনছবি দেখতে থাকুন সবর এর সাথে।
Step3:ওদের ইন্সট্রাকশনটা ফলো করাটা অনেক গুরুত্ত পূর্ণ ।
Step4: ডেস্টিনেশন আস্ট্রেলিয়া.
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]