সারা বিশ্বের স্মার্ট মোবাইল গ্রাহকের গত এক মাসের এ্যাপলিকেশন অনুযায়ী Global Web Index এ ফল প্রকাশ করেছে। গত একমাসে গুগল ম্যাপ স্মার্ট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৯৬ কোটি ৯৪ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে। যা মোট ব্যবহারকারীর ৫৪ শতাংশ। আপেলম্যাপস টপ দশ তালিকায় নেই। নকিয়ার অভিম্যাপস এর অবস্থান ১১ তম, যা মোট ব্যবহারকারীর ৯ শতাংশ।
ফেসবুক দ্বিতীয় স্থানে রয়েছে। এর ব্যবহারকারীর সংখ্যা মোট ব্যবহারকারীর পরিমাণের ৪৪ শতাংশ। যার মাধ্যমে গ্রাহকরা বন্ধু, পরিবারের সদস্য ও অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম হয়। ফেসবুকের অধীন ফেসবুক মেসেঞ্জার ও ছবি শেয়ার করা Instagram টপ দশের মধ্যে রয়েছে। সেগুলো যথাক্রমে অষ্টম ও দশম স্থানে রয়েছে। ব্যবহারের হার যথাক্রমে ২২ ও ১১ শতাংশ। গুগল প্রতিষ্ঠানের YouTube তৃতীয় স্থানে রয়েছে। যার ব্যবহারের হার ৩৫ শতাংশ।
চীনের Tencent ওয়েবপ্রতিষ্ঠানের WeChat আপলিকেশন পঞ্চম স্থানে রয়েছে। বিশ্বের স্মার্ট মোবাইল ব্যবহারকারীর মধ্যে ২৭ শতাংশ এর সক্রিয় গ্রাহক। এটা বিশ্বকে অবাক করে দিয়েছে। কারণ চীনের মূলভূভাগ, হংকং ও মালয়েশিয়ার বাজারে উইচ্যাট অত্যন্ত জনপ্রিয়।
টুইটার আপলিকেশন ষষ্ঠ স্থানে রয়েছে। এর ব্যবহারকারীর সংখ্যা মোট পরিমাণের ২২ শতাংশ।
Instagram দশম স্থানে রয়েছে। যদিও ২০১৩ সালের প্রথম প্রান্তিকে এ প্রতিষ্ঠানের অবস্থান নিন্মমুখী রয়েছে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]