• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ব্যথার ওষুধে উপকার থেকে অপকারই বেশি

Bysohorab

Oct 5, 2013

সোহরাব:: অনেকেই সামান্য মাথা কিংবা কোমরের বেদনায় ব্যাথানাশকের দিকে হাত বাড়ান। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে তোয়াক্কা না করে নিজেই বনে যান নিজের ডাক্তার। কিন্তু ব্যাথানাশক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে তবেই গ্রহণ করা উচিত। কারন অনেক ক্ষেত্রে সামান্য ব্যাথা সারাতে গিয়ে নিজের অজান্তেই আমরা অনেক বেশি ক্ষতি করে ফেলছি।
জ্বর-ঠান্ডা-কাশ আর যেকোনো ব্যাথা, সবার আগেই মনে পরে প্যারাসিটামলের নাম। আরেকটি ব্যাথানাশক ঔষধ হলো আইব্যুপ্রোফিন। তবে এই প্যারাসিটামল আর আইব্যুপ্রোফেনের সংমিশ্রনেও তৈরি হচ্ছে কিছু ব্যাথানাশক ঔষধ। বাজারে এগুলো কোম্বিফ্লাম, ফ্লেক্সন, ইব্যুক্লিন বিভিন্ন নামে বিক্রি হচ্ছে। অস্থিপেশীর ব্যথা নিরাময়ে এগুলো প্যারাসিটামল আর আইব্যুপ্রোফেনের চেয়ে খুব যে ভালো তা নয়। বরং সংমিশ্রিত ঔষধ সেবনে পৃথকভাবে দুটি ঔষধ সেবনের তুলনায় বেশী পার্শ্বপ্রতিক্রিয়া ঘটাতে পারে। সংমিশ্রিত এসব ঔষধ সেবন শরীরের জন্যে আরো বেশি ক্ষতিকর বলে জানিয়েছে নিউ ইর্য়কের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগের চিকিৎসকরা।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ অধিদপ্তরের (ইউএসএফডিএ) এক প্রতিবেদন জানা যায়, টনসিল্যাক্টমি এবং অ্যাডেনোয়ডেক্টমির ব্যাথার জন্য শিশুদের ‘কোডিন’ সেবন করতে দেয়া হয়। কোডিন একবার সেবনের পরে এটি মরফিনে রূপান্তরিত হয়, ফলে শিশুমৃত্যুর মতো মর্মান্তিক পরিণতিও ঘটে। এছাড়া শ্বাসতন্ত্রে সমস্যা সৃষ্টি করে।
এই ঔষধ সেবনকারী মায়েদের দুধে মরফিনের উচ্চমাত্রার কারনে শিশু মৃত্যু ঘটে। এজন্যে বাচ্চাকে দুধ খাওয়ান এমন মায়েদের এই জাতীয় ঔষধ সেবন না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। মরফিনের বিষক্রিয়ার লক্ষণগুলো হলো শিশুর ঝিমুনিভাব,শ্বাস-প্রশ্বাসের অস্বাভাবিকতা এবং খাদ্যগ্রহণে অনাগ্রহ।
ব্যাথানাশক পাইরোক্সিকামের ব্যাপারে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি সাবধানবাণী উচ্চারণ করে বলেছেন, পাইরোক্সিকাম বাজারে ডোলোনেক্স, পাইরোক্স, স্যুগানরিল, ফেলডেক্স নামে পাওয়া যায়। এগুলোর বেশি ব্যবহারে ত্বকে এলার্জি হতে পারে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *