• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

মাগুরা-নড়াইলে সাপ আতংক, হাতে হাতে লাল সুতা!

গত কদিনে মাগুরা ও নড়াইল বিভিন্ন গ্রামে সাপের আতংক ব্যপক হারে ছড়িয়ে পড়েছে। খোজ নিয়ে জানা গেছে গত পরশু ও গতকাল মিলিয়ে মাগুরা মহম্মদপুর উপজেলার সালধা গ্রামে ১০ জনকে সাপে কেটেছে। এছাড়া নড়াইল লোহাগড়া উপজেলার নদী ও মাগুরা শালিখা উপজেলার গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় এই আতংক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। বর্তমানে স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীদের হাতে লাল সুতা বাধা দেখা যাচ্ছে। অপর দিকে মাগুরা শালিখা উপজেলার গঙ্গারামপুর মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদের হাতে লাল সুতা বাধা দেখা যাচ্ছে। অনেকে বলছেন জ্বীনের সাপের আকৃতি নিয়ে মানুষকে কাটছে।
তবে বেশিরভাগ লাল সুতা পরিহিত ব্যক্তি জানিয়েছেন তারা শুনেছেন জ্বীনের খবর তাই হাতে সুতা পরেছেন। মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের সালধা গ্রামে শ্যামল বিশ্বাসের স্ত্রী অঞ্জলী বিশ্বাস গত ২ দিনে প্রায় ১০/১২ জন সাপে কাটা রোগীর বিষ নামিয়েছেন বলে জানা গেছে। সালধা গ্রামের বাবলু মিয়ার ছোট ছেলে সাপে কাটার পর মুমুর্ষ অবস্থায় অঞ্জলী বিশ্বাসের কাছে নিয়ে গেছে তিনি বিষ নামিয়ে তার জীবন বানিয়েছেন বলে এলাকাবাসী নিশ্চিত করেছে। এই ঘটনায় চারিদিকে আতংক বিরাজ করছে।তবে ধারনা করা হচ্ছে গত ৪/৩ দিনে মাগুরা, যশোর এলাকায় তিব্র তাপদাহ বিরাজ করছে গতকাল দুপুরেও তাপ মাত্রা প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। গর্তে থাকা সাপ তাপ মাত্রা বেশি হলে গর্তে বেশি সময় থাকতে পারে না। গর্তে বাইরে চলে আসে আর সামনে যাকে পায় তাকে ছোবল মারে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *