• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফিনল্যাণ্ড এ উচ্চ শিক্ষা বা জীবনযাত্রার মান সম্পর্কে কিছু তথ্য

ByNazmul Pintu

Sep 25, 2013

সর্ব উত্তরের ইউরোপীয় ইউনিয়নভুক্ত Scandinavia এর নর্ডিক অঞ্চলের একটি দেশ ফিনল্যাণ্ড। জীবনযাত্রার মান যথেষ্ট উন্নত হওয়ায় নানা দিক থেকে বিশ্বের মানুষের মাঝে আজ বেশ আলোচিত একটি দেশ এটি । শীত প্রধান এই দেশটি বিগত কয়েক বছর যাবত বিশ্বের শ্রেষ্ট সফল দেশ হিসাবে বিভিন্ন জরিপে উঠে আসছে । শুধু তাই নয়, শিক্ষা ক্ষেত্রেও দেশটি আমেরিকা আর ইউরোপ – এশিয়াসহ বিশ্বের সকল দেশকে পিছনে ফেলে জায়গা করে নিয়েছে প্রথম জায়গাটি । View this link

জীববৈচিত্রে ভরপুর এই দেশটি বিভিন্ন ঋতুতে যেমন সাজে একেক বর্ণিল রূপে , ঠিক সেরকমভাবে অতিশয় স্বতন্ত্র ব্যক্তিত্বে অধিকারী ফিনিশ জাতিটাও বহিবিশ্বের মানুষদের নিজ দেশে অভ্যর্থনা জানাচ্ছে নিজ প্রয়োজনে উদারভাবেই । শিক্ষা ক্ষেত্রে বিনামূল্যে পড়াশোনার সুযোগ থেকে শুরু করে ভাষার দক্ষতায় অন্যান্য জাতিদের পাশাপাশি অনেক বাংলাদেশীও আজ ফিনিশ সমাজে নিজ যোগ্যতা বলেই জায়গাও করে নিচ্ছে সম্মানের সাথেই। Bangladesh Students Council in Finland (BSCF) | বাংলাদেশ স্টুডেন্ট এর মাঝে এমনি একটি জনপ্রিয় ছাত্র সংস্থা যা দেশের প্রায় ২০০০ হাজার বাংলাদেশীদের কর্ম-বাসস্থান সহ বিভিন্ন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা ইউরোপের বেশ কিছু দেশে সমাদৃত হচ্ছে। কাজেই আপনারা যারা ফিনল্যাণ্ড নিয়ে চিন্তিত বা ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন তারা এই গ্রুপ থেকে সকল ধরনের সাহায্য সহযোগিতা নিতে পারবেন।

উল্লেখ্য  আমাদের সাইটে ফিনল্যান্ড এর নাগরিকত্ব নিয়ে একটি পোস্ট রয়েছে। ইতালিতে উচ্চ শিক্ষা নিয়ে একটি পোস্ট রয়েছে। ডেনমার্কে উচ্চ শিক্ষা নিয়ে একটি পোস্ট রয়েছে। ইউরোপে পড়াশোনা করতে আসার আগে জেনে নিন সঠিক তথ্য নিয়ে একটি পোস্ট সহ আরো অনেক অনেক পোস্ট রয়েছে, আপনার পছন্দের লেখার উপর ক্লিক করে সেই পোস্ট গুলো পড়ে নিতে পারেন।

বিঃদ্রঃ (আমিওপারি ডট কম সাইট এর পক্ষ থেকে) আমিওপারি ডট কম সম্পূর্ণ জনসেবামূলক একটি ব্লগ, আর এখানে আমরা ইউরোপের অভিজ্ঞ কিছু স্টুডেন্ট মিলে ফ্রি একটি ফেসবুক গ্রুপ পরিচালনা করছি যেখানে ইউরোপের প্রায় অনেক গুলো দেশের ভাই ও বন্ধুরা মিলে কাজ করে যাচ্ছি, যার প্রধান উদ্দেশ্য যারা ইউরোপে আসতে চান তাদের ইউরোপের সকল তথ্য দিয়ে সাহায্য করা বিশেষ করে স্টুডেন্ট দের জন্য রয়েছে অনেক গুরুত্ব পূর্ণ সব তথ্য, যাতে করে আপনারা দালালের হাত থেকে রক্ষা পেতে পারেন এবং আমাদের প্রধান লক্ষ্য পুরো ইউরোপ তাকে আমাদের হাতের মুঠোয় নিয়ে আসা। আর এই আমিওপারি ডট কম সাইটটি হবে আমাদের আসল প্লাটফর্ম ( যেখানে সকল ট্রেন এসে জমা হয়), মানে এখানে ইউরোপের সব তথ্য এক সাথে পাওয়া যাবে, এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে আপনার পছন্দের ট্রেন ধরবেন। মানে এখানে ফ্রান্স, জার্মান, ইতালি সহ ইউরোপের সকল তথ্য বা ইউরোপের কোন দেশে কোথায় আমাদের বাঙ্গালীদের পরিচালিত বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো রয়েছে তার দিক নির্দেশ সম্পর্কে সকল তথ্য খুব সুন্দর ভাবে সাজানো থাকবে। যার মাধ্যমে আপনি ইউরোপে নতুন বা পুরাতন যাই হন-না কেনো আপনার ইউরোপে জীবন যাপন করতে কি ভাবে কি করলে ভালো হবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য ও তার সমাধান নিজে নিজেই খুঁজে নিতে পাড়বেন এখান থেকে, এবং একসময় আপনি নিজেও বলবেন যে এখন আমিওপারি। আর সেটাই হবে আমাদের সবচাইতে বড় পাওয়া। কিন্তু কিছু কিছু ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে আপনাকে সাহায্যের বিনিময়ে টাকা বা অন্য ভাবে কিছু চাইতে পারে। যদি আপনাদের কারো সাথে এরকম কিছু ঘটে থাকে তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই গ্রুপ বা সেই বেক্তি সম্পর্কে ব্যবস্থা গ্রহন করবো। ধন্যবাদ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version