মো রাসেল > সালাম ও শুভেচ্ছা আমিও পারি এর সকল লেখক পাঠকবৃন্দদের । আমি ইতালির রোম এ আসছি একবছর। বিগত ৩ মাস ধরে আমিও পারির লেখা পড়ি এবং এর প্রতিটি বিষয় আমার কাছে খুবই ভাল লাগে। আজকে আমি একটি বিষয় পাঠকদের জানবো যা ইতালিতে মোবাইলে ইন্টারনেট ব্যবহার কারীদের কল করার ক্ষেত্রে অনেক সাশ্রয় হবে। ইতালিতে প্রতিটি মোবাইল অপারেটর ই তাদের গ্রাহকদের যে কোন ভাবে বোকা বানিয়ে থাকে। কোন গ্রাহককে যদি সাশ্রয়ে কল করতে হয় তবে তাকে অবশ্যই যে কোন একটি প্যাকেজ গ্রহন করতে হবে অন্যথায় গ্রাহককে প্রতিটি কল করতে খরচ পড়বে প্রতি মিনিটে কম পক্ষে ১৮-২৪ সেন্ট। আর সে হিসেবে একজন গ্রাহক যে কোন একটি প্যাকেজ নেয় সাশ্রয়ে কথা বলার জন্য। যেমন কোন গ্রাহক সাপ্তাহিক অথবা মাসি ক ১০০০ মিনিট এর প্যাকেজ কিনল সেক্ষেত্রে সপ্তাহে / মাসে ১০০০ মিনিট ব্যবহার করতে পারবে কোন কারনে এর বেশী ব্যাবহার হলে মিনিট হিসেবে কলচার্জ কর্তন করতে থাকে । আবার অনেকেই আছেন ১০০ মিনিট বা আরো কম মিনিট এর প্যাকেজ কিনেন যার জন্য কমপক্ষে মাসে ৫ ইউরো খরচ হয়।
তবে মোবাইলে ইন্টারনেট ব্যাবহার কারী গ্রাহকরা চাইলে অপারেটরদের এই ফাদ থেকে সহজে বের হতে পারেন। সেক্ষেত্রে গ্রাহক শুধু ইন্টারনেট প্যাকেজ নিলেই যথেষ্ঠ। কোন ইন্টারনেট গ্রাহক তার মোবাই ফোনে একটি প্রোগ্রাম ইন্স টল করে যে কোন মোবাইলে কথা বলতে পারবে। আর সেক্ষেত্রে তার কল চার্জ করা হবে মিনিট অনুযায়ী। তার মানে ঐ গ্রাহক তার ইচ্ছানুযায়ী যে কোন সময় কল করতে পারবে কোন রকমের বাধ্যবাধকতা ছাড়াই। তবে উল্লেখ্য যে, online থেকে এ প্রোগ্রাম ব্যাবহার কারীরা তাদের ব্যালেন্স যে কোন ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে রিচার্জ করতে পারবে।
নিচে প্রোগ্রামটি ইন্সটল পদ্ধতি দেয়া হলো>
- প্রথমে মোবাইলের ব্রাউজার এ গিয়ে www.freevoipdeal.com টাইপ করি আর এ সাইটে নিবন্ধন করি।
- তারপর এখান থেকে mobile app টি ডাউন লোড ও পর্যায়ক্রমে ইন্সটল করি ।
- পরবর্তীতে নিবন্ধন অনুযায়ী mobile app এ login করি
- Buy credit এ গিয়ে ব্যালেন্স রিচার্জ করি
এখন mobile app থেকে পৃথিবীর যে কোন মোবইলে কল করা যাবে শুধুমাত্র মিনিট হিসেবে কলচার্জ দিয়ে। এ থেকে ইটালীর যে কোন মোবাইলে কল চার্জ প্রতি মিনিটে ১পয়সা । আর বাংলাদেশের যে কোন নাম্বারে প্রতি মিনিট ২ পয়সা। লক্ষ্যনীয় বিষয় এই যে ইতালী তথা ইউরোপের অধিকাংশ দেশের Fix Phone এ কথা বলা যাবে একেবারে বিনামূল্যে। তাছাড়া কিছু দেশের মোবাইলেও বিনামূল্যে বলা যায় যেমন আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি। বিনামূল্যে কথার মেয়াদ সীমা রিচার্জ করার সময় উল্লেখিত । কিভাবে ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে রিচার্জ করতে পারবেন বা ইতালিতে সহজে এর জন্য কোন কার্ডটি ব্যবহার করবেন তার সম্পর্কে আমিওপারিতে একটি পোস্ট রয়েছে চাইলে এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]