ফ্রান্সে শুক্রবার থেকে শুরু হয়েছে বহুল সমালোচিত আর্ন্তজাতিক বাণিজ্যমেলা। বাংলাদেশী দ্বারা পরিচালিত সংগঠন ‘লুভে দু সুলাই’ প্যারিসের মন্টাইলে পালে দু কংরেজে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। ফ্রান্সে শুরু হওয়া এ মেলাকে ঘিরে আদম পাচার ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ নিয়ে আয়োজক সংগঠন ‘লুভে দু সুলাই’ ও বাংলাদেশ থেকে আগত প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলছে পাল্টাপাল্টি। মেলার স্টল ঘুরে দেখা যায় আন্তর্জাতিক মেলা নামকরন করা হলেও মেলায় মাত্র বাংলাদেশী ১৪ টি স্টল রয়েছে। সেখানে অন্য কোন দেশের স্টল নেই, নেই কোন ক্রেতা বা বায়ার, হাতে গনা ৫০ থেকে ৬০টি বাংলাদেশী ঘুরাঘুরি করছেন মেলার আশেপাশে। এতে বাংলাদেশ থেকে আগত স্টল মালিকরা বলছেন তাদের সাথে ফ্রান্সের আয়োজক সংগঠন ‘লুভে দু সুলাই’ প্রতারণা করেছেন,প্রতিটি স্টল কর্তৃপক্ষের ৮ থেকে ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে আয়োজক সংগঠনের এই প্রতারণার ফাঁদে পড়ে। বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[youtube K5PyO7bnuGg?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]