সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদুড়িয়া গ্রামে স্ত্রীকে ঈদ উপলক্ষে তুরস্ক প্রবাসী এক স্বামী পাঠিয়েছেন কাফনের কাপড়। আগর বাতি, মোমবাতি ও মৃত্যু পরোয়ানার একটি চিঠি সম্বলিত উপহার প্যাকেট দেখে স্কুল শিক্ষিকা স্ত্রী মুন্না খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদুড়িয়া গ্রামে। এ ঘটনায় শুক্রবার স্কুল শিক্ষিকার বাবা আবুল কাশেম বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন।স্কুল শিক্ষিকার বাবা আবুল কাশেম জানান, পাঁচ বছর আগে তাঁর মেয়ে স্কুল মুন্না খাতুন (২৫)-এর সঙ্গে একই উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোট কুপট গ্রামের সামছুর রহমানের তুরস্ক প্রবাসী ছেলে মামুন হোসেনের (৩০) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান রয়েছে। মুন্না খাতুনের স্বামী মামুন গত বছর তুরস্কে যাওয়ার পর ছোট ভাই মমিনুর রহমান তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতে থাকে।
এক পর্যায়ে এখন থেকে চার মাস আগে বাবার বাড়ি একই উপজেলার বাদুড়িয়া গ্রামে চলে যান। স্ত্রী তার বাবার বাড়ি থাকলে চরিত্র নষ্ট হবে- এমন কথায় মুন্না খাতুনের স্বামী বিদেশ থেকে তাকে চাপ সৃষ্টি করেন নিজের বাড়ি ফিরে যেতে। সেখানে পরিবারের সবার মন রক্ষা করে সংসার করার কথা বলেন। এতে রাজি না হওয়ায় প্রবাসী স্বামী মামুনুর রহমান স্ত্রী মুন্নার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।এ ব্যাপারে মুন্না খাতুন জানান, শুক্রবার সকালে তার নামে বিদেশ থেকে স্বামীর পাঠানো ঈদ উপহার হিসেবে একটি প্যাকেট আসে। ডাক পিওনের কাছ থেকে অতি আগ্রহে প্যাকেট খুলে স্বামীর দেয়া ভালোবাসা খুঁজতে থাকেন। হঠাৎ চমকে ওঠেন তিনি। ভিতরে দেখতে পান কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি ও মৃত্যু পরোয়ানার চিঠি। এ সময় মুন্না খাতুন সঙ্গাহীন হয়ে পড়েন। ঘটনা জানাজানি হয়ে গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন।